মেয়েটিকে টি. ভি. সহ কবরে দাফন করা হয়

খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের ১৮০ তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে । এতে বলা হয়েছে, এক রমজান মাসে এক মা ইফতার তৈরি করছিল । মা মেয়ে কে বললো, তুমি রান্না ঘরে আসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতারি করবে। তুমিও আসো ইফতার
তৈরির কাজে আমাকে সাহায্য কর । মেয়ে টেলিভিশন দেখছিল । সে মাকে বললো, টেলিভিশন এ একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে । এই দেখার পর তোমাকে সাহায্য করবো । ইফতার সময় হতে বেশি বাকি নেই, তুমি টেলিভিশন দেখা ছাড় । আমার সাথে রান্না ঘরে আসো । মেয়ে মায়ের কথা শুনল না । ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো ।

মাগরিব এর আযান দেওয়া হল । বাসাই মেহমানরা এসে পড়ছেন, মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন । দেখছেন দরজার ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে সাড়া দিল না । সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাঁরা দেখলো, মেয়েটি টেলিভিশন এর সামনে উপুড় হয়ে পরে আছে, তার দেহে প্রান নেই । সে মরে গেছে । তাড়াতাড়ি কোন রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা তার লাশ নিছে নামিয়ে আনার জন্য চেষ্টা করলো । কিন্তু লাশ এত ভারি হয়ে গেছে যে, নাড়ানো যাচ্ছিল না । একজন লোক টেলিভিশন সেটসহ ওপরে উঠলো । এতে মৃত দেহ হালকা হয়ে এলো । গোসল দেওয়ার সময় টেলিভিশন সেট ছিল সামনে । গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হল । জানাযা নামাজ আদায় করা হল । কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না । আবশেসে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়া তোলার চেষ্টা করলে সফল হল । টেলিভিশন সেটসহ লাশ কবর স্থানে নেওয়া হল । লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না । কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামান হল তকন তার লাশ কবরে নামান সহজ হল । লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতেই লাশ উঠে আসছিলো । পর পর তিন বার এই ঘটনা ঘটার কারনে অবশেষে টেলিভিশন সেটসহ লাশের ওপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হল ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!