মেয়েটিকে টি. ভি. সহ কবরে দাফন করা হয়

খতমে নবুয়ত নামক ম্যাগাজিনের ১৮০ তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে । এতে বলা হয়েছে, এক রমজান মাসে এক মা ইফতার তৈরি করছিল । মা মেয়ে কে বললো, তুমি রান্না ঘরে আসো, বাসায় মেহমান আসবে, আমাদের এখানে ইফতারি করবে। তুমিও আসো ইফতার
তৈরির কাজে আমাকে সাহায্য কর । মেয়ে টেলিভিশন দেখছিল । সে মাকে বললো, টেলিভিশন এ একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে । এই দেখার পর তোমাকে সাহায্য করবো । ইফতার সময় হতে বেশি বাকি নেই, তুমি টেলিভিশন দেখা ছাড় । আমার সাথে রান্না ঘরে আসো । মেয়ে মায়ের কথা শুনল না । ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভিতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো ।

মাগরিব এর আযান দেওয়া হল । বাসাই মেহমানরা এসে পড়ছেন, মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন । দেখছেন দরজার ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে সাড়া দিল না । সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাঁরা দেখলো, মেয়েটি টেলিভিশন এর সামনে উপুড় হয়ে পরে আছে, তার দেহে প্রান নেই । সে মরে গেছে । তাড়াতাড়ি কোন রকমে ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা তার লাশ নিছে নামিয়ে আনার জন্য চেষ্টা করলো । কিন্তু লাশ এত ভারি হয়ে গেছে যে, নাড়ানো যাচ্ছিল না । একজন লোক টেলিভিশন সেটসহ ওপরে উঠলো । এতে মৃত দেহ হালকা হয়ে এলো । গোসল দেওয়ার সময় টেলিভিশন সেট ছিল সামনে । গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হল । জানাযা নামাজ আদায় করা হল । কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না । আবশেসে একজন টেলিভিশন সেট ধরে থাকলো, অন্যরা খাটিয়া তোলার চেষ্টা করলে সফল হল । টেলিভিশন সেটসহ লাশ কবর স্থানে নেওয়া হল । লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না । কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামান হল তকন তার লাশ কবরে নামান সহজ হল । লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতেই লাশ উঠে আসছিলো । পর পর তিন বার এই ঘটনা ঘটার কারনে অবশেষে টেলিভিশন সেটসহ লাশের ওপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হল ।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।