গুজরানওয়ালার শেখুপুরা কবরস্থানে একজন মহিলাকে দাফন করার সময় লাশ কবরের মাটিতে রাখার পরই কবর কাঁপতে লাগলো। তাড়াতাড়ি কবরের মাটি চাপা দিয়ে আত্মীয়-স্বজন চলে এলো। মরহুমার আত্মীয়-স্বজন জামাতে ইসলামীর নেতা মাওলানা হাফেজ হাবিবুল্লাহর সাথে যোগাযোগ করেন। তিনি মহিলাকে অন্যত্র দাফন করার পরামর্শ দিলেন।
তার উপস্থিতিতে মহিলার লাশ উত্তোলনের জন্য কবরের উপরে দেওয়া তক্তা সরানোর সাথে সাথে কবরের ভিতর থেকে বিশ্রী দুর্গন্ধ নাকে এসে লাগলো। যে ব্যক্তি সরাচ্ছিল তার বমির উপক্রম হল। তাড়াতাড়ি তক্তা আগের মত রেখে চাপা দিয়ে কবর বন্ধ করে দেয়া হল।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।