সারগোদার ঘটনা। তাবলীগ জামায়াত একটি এলাকায় অবস্থান করছিল। জামাতের কিছু সাথী এলাকায় গাশতের জন্য গেলেন। তারা লক্ষ্য করলেন, একটি বাড়ী থেকে পুরুষ নারী শিশু সবাই আতঙ্কিতভাবে বাইরে বেরিয়ে আসছে। জিজ্ঞাসা করে জানা গেল, সেই বাড়ীতে একজন মানুষ মারা গেছেন। মুর্দার আত্মীয়-স্বজন কান্নাকাটি করছিল আর মৃতকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দেখা গেল, একটা ইয়া বড় সাপ লাশ পেঁচিয়ে ধরলো।
এ দৃশ্য দেখে মৃত্যুর আত্মীয়-স্বজন ভয়ে লাশ রেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তাবলীগ জামাতের সাথীগণ ঘটনাস্থলে গিয়ে দেখেন, সত্যিই একটি বড় সাপ তাকে পেঁচিয়ে ধরে রেখেছে। তারা মৃতের আত্মীয়-স্বজনকে বললেন, এই সাপ হচ্ছে, মৃতের মন্দ কাজের প্রতিচ্ছবি। তার মন্দ কাজসমূহ সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহর নিকট দোয়া ইস্তেগফার করা হলে এই সাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তারপর তাবলীগের সাথীগণ এবং মৃতের আত্মীয়-স্বজন মৃতের জন্য দুয়া ইস্তেগফার করলেন। মহান আল্লাহর যিকির করলেন, কুরআন তিলাওয়াত করলেন। কিছুক্ষণ পর দেখা গেল সাপ নেই, চলে গেল।
তারপর মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হল, কাফন পরানো হল। জানাজার পর কবরে লাশ নেওয়ার পর দেখা গেল, সেই সাপ কবরের মধ্যে কুণ্ডলী পাকিয়ে অপেক্ষা করছে। কবর খননের পর সেখানে কোন সাপ ছিল না। অনেক কষ্টে যথেষ্ট সতর্কতার সাথে উপর থেকে সাপের পাশে লাশটি রেখে দেওয়া হল। লাশ রাখার সাথে সাথে পুনরায় সাপ মৃতের লাশ পেঁচিয়ে ধরলো। ভীত আতঙ্কিত উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরের মাটি দিয়ে ফিরে এলো।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।