মৃত্যুর সময় জমিদারের দুই চোখ বেরিয়ে এলো

আমার এক জমিদার বন্ধু ছিল ডাইবেটিক্স এর রোগী। আমার চেম্বারে প্রবেশ করার সময় তার ছিল শেষ অবস্থা। তার মৃত্যুকালীন কষ্ট আমি নিজ চোখে দেখেছি। মৃত্যুকালে তার হাত পা একত্রে গুটিয়ে নিচ্ছিল, মুখ বিকৃত করছিল। দেখে মনে হচ্ছিল, তাকে প্রচণ্ড প্রহার করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের ব্যপার হচ্ছে, মৃত্যুর সময় তার দুই চোখ আস্ত বের হয়ে গেল। চেহারা হয়ে গেল বিকট দর্শন। তার চেহারার দিকে তাকাতে ভয় হচ্ছিল। এরকম কষ্ট অবস্থায় সে মৃত্যু বরণ করল।

মৃত্যুর পর আমি তার সম্পর্কে খবর নিতে সচেষ্ট হলাম। জানা গেলে, সুস্থ থাকা অবস্থায় তার জমির উপর দিয়ে বিনা অনুমতিতে হেঁটে যাওয়ার অপরাধে সে নিরীহ লোকটিকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর নিহত ব্যক্তির চোখ খুলে নিয়েছিল। মৃত্যুর সময় মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা দুনিয়াতে তার উপর প্রতিশোধ নিয়েছেন। পরকালের শাস্তি তো দেখা যাবে না, সেই শাস্তিও নিশ্চয় তার জন্য অপেক্ষায় আছে।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

মৃত্যুর সময় জমিদারের দুই চোখ বেরিয়ে এলো

আমার এক জমিদার বন্ধু ছিল ডাইবেটিক্স এর রোগী। আমার চেম্বারে প্রবেশ করার সময় তার ছিল শেষ অবস্থা। তার মৃত্যুকালীন কষ্ট আমি নিজ চোখে দেখেছি। মৃত্যুকালে তার হাত পা একত্রে গুটিয়ে নিচ্ছিল, মুখ বিকৃত করছিল। দেখে মনে হচ্ছিল, তাকে প্রচণ্ড প্রহার করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের ব্যপার হচ্ছে, মৃত্যুর সময় তার দুই চোখ আস্ত বের হয়ে গেল। চেহারা হয়ে গেল বিকট দর্শন। তার চেহারার দিকে তাকাতে ভয় হচ্ছিল। এরকম কষ্ট অবস্থায় সে মৃত্যু বরণ করল।

মৃত্যুর পর আমি তার সম্পর্কে খবর নিতে সচেষ্ট হলাম। জানা গেলে, সুস্থ থাকা অবস্থায় তার জমির উপর দিয়ে বিনা অনুমতিতে হেঁটে যাওয়ার অপরাধে সে নিরীহ লোকটিকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর নিহত ব্যক্তির চোখ খুলে নিয়েছিল। মৃত্যুর সময় মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা দুনিয়াতে তার উপর প্রতিশোধ নিয়েছেন। পরকালের শাস্তি তো দেখা যাবে না, সেই শাস্তিও নিশ্চয় তার জন্য অপেক্ষায় আছে।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

আরো পড়তে পারেন...

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…