মুসা (আ) এর বংশ পরিচয়

হজরত মূসা (আঃ) এর জন্ম ইসরাঈল বংশে। তাঁর বংশধারা নবী হজরত ইবরাহীম (আঃ) এর সাথে মিলিত হয়। তিনি হজরত ইবরাহীম (আঃ)-এর দোহিত্র হজরত ইয়াকুব (আ)-এরই অধস্তন বংশধর। হজরত ইয়াকুব (আঃ) এর উপাধি ছিল ইসরাঈলুল্লাহ।

তাই তাঁর পরবর্তী বংশধর বনী ইসরাঈল নামে প্রসিদ্ধ হয় । হজরত মূসা (আঃ)-এর পিতার নাম ইমরান। তাঁর মাতার নাম সম্পর্কে তাফসীরবিদ ও ইতিহাসবিদদের মাঝে মতভেদ রয়েছে।

কাসাসুল কোরআন গ্রন্ত প্রণেতা হজরত মাওলানা হেফযুর রহমান সেওহারবী (রঃ)-এর মতে, তাঁর মাতার নাম ইউকাবদ।

অনেকের মতে বারেখা। এতকান গ্রন্থে হজরত মূসা (আঃ)-এর মাতার নাম লাহইয়ানা বিন্তে ইয়াসমাদ বিন লাদী বলে উল্লেখ করেছেন। তাফসীরে রাহুল মাআনী প্রণেতা আল্লামা মাহুমদ আলূসী (র)-এর মতে মূসা (আঃ)-এর মাতার নাম ইউহানিয।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!