মুসায়লামা কাজ্জাবের পতন হবে

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) মুসায়লামা কাজ্জাব সম্পর্কে বলেছেন, আল্লাহ তায়ালা তাকে শেষ করে দেবেন। মুসায়লামা কাজ্জাব বনু হানীফা গোত্রের লোক। মদীনাতে এসে সে রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট বলে পাঠাল যে, আপনার পর যদি নেতৃত্ব আমার হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেন, তবে আমি আপনার অনুসরণ করব। আল্লাহর রাসূল (সাঃ) এর হাতে একটি খেজুর ডালা ছিল।

তিনি তার দিকে ইশারা করে মুসায়লামার প্রস্তাবের উত্তরে বললেন, সে আমার নিকট এ ডালটি চাইলেও আমি তাকে এটি দেব না। রাসূল (সাঃ) এর মুখে এ উত্তরে শুনে মুসায়লামা মদীনা থেকে ফিরে নবুওয়তের দাবী করে বসল। সুতরাং তার সম্পর্কে আল্লাহর রাসূল (সাঃ) ভবিষ্যৎ করলেন যে, তাকে কতল করা হবে।

রাসূল (সাঃ) এর ওফাতের পর হাজার হাজার মানুষ মুসায়লামার নবুয়তের অনুসারী হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) মুসায়লামার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলেন। যুদ্ধের নির্দেশ দিয়ে হযরত খালেদ বিন ওলীদের নেতৃত্বে একদল মুসলিম সেনা প্রেরণ করলেন। এ যুদ্ধের মুসলমানরা বিজয়ী হন এবং রাসূলুল্লাহর ভবিষ্যদ্বানী অনুযায়ী মুসায়লামা কাজ্জাব নিহত হন। (বুখারী ও মুসলিম)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।