মুসলিম ও অমুসলিম জ্বীনদের বাসস্থান

ইমাম আহমদ, বাজ্জার, আবূ ইয়ালা প্রমুখ, বেলাল বিন হারিস থেকে বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে সফরে ছিলাম। উরুজ নামক স্থানে যাত্রা বিরতির সময় আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ (সাঃ) কাফেলার তাবু থেকে দূরে সরে একাকী বসে আছেন। আমি নিকটবর্তী মনে হলে মনে হল যেন সেখানে অনেক মানুষের সম্মিলিত কণ্ঠে শোর-গোল হচ্ছে। আমি আর না এগিয়ে সেখানেই থমকে দাঁড়ালাম। আমি ভাবলাম, হয়ত অদৃশ্য জগতের লোকেরা রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে হাজির হয়েছে। হঠাৎ তিনি স্বীয় আসন থেকে উঠে মুচকি হেসে আমার দিকে আগ্রসর হলেন। আমি শোরগোলের কারণ জানতে চাইলে তিনি বললেন, মুসলমান জ্বীন ও কাফের জ্বীনদের মধ্যে তাদের আবাস নিয়ে বিবাদ হচ্ছিল। আমি উভয় পক্ষের আবাসস্থল চিহ্নিত করে বলে দিলাম যে, মুসলমান জ্বীনরা আবিসিনিয়ায় এবং কাফের জ্বীনরা গাওর নামক একালায় বসবাস করবে, আর কেউ কারো এলাকায় প্রবেশ করবে না।

উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাছীর ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, ঐ ঘটনার পর থেকে আমরা লক্ষ্য করলামঃ আবিসিনিয়ার অঞ্চলে কাউকেও জ্বীনে আছর করলে সে মুক্তি পেত কিন্তু গাওর এলাকায় জ্বীনে ধরা লোকেরা অধিকাংশ ক্ষেত্রেই নিস্তার পেত না।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!