থলেতে একঝুড়ি দিম লুকিয়ে নিয়ে নাসিরুদ্দিন চললেন ভিনদেশে।সীমানায় পৌছাতে শুল্ক বিভাগের লোক তাকে ধরলে।
নাসিরুদ্দিন জানে ডিম চালান নিশিদ্ধ।মিথ্যে বললে মৃত্যদণ্ড,বললে শুল্ক বিভাগের লোক।তোমার থলিতে কি আছে বলো।প্
রথম অবস্থায় কিছুমুরগী বললেন মোল্লাসাহেব।
হুম-সমস্যার কথা।মুরগি চালন নিষিদ্ধ কিনা খোঁজ নিতে হবে,তার পর ব্যাপার টি মীমাংসা হবে।ততদিন থলি আমাদের
জিম্মায়।ভয় নেই তোমার মুরগী উপোস রাখব না আমরা।কিন্তু আমার মুরগির জাত যে একটু আলাদা বললেন নাসিরুদ্দিন।
কীরকম
আপনারাতো শুনেছিলেন অবহেলার দরুন অকাল বার্ধক্য আসে।তা শুনেছি বটে!
আমার মুরগির ফেলে রাখলে সেগুলো অকালে শিশু হয়ে যায়!
শিশু মানে?
একে বারে শিশু,বললেন নাসিরুদ্দিন,যাকে বলে ডিম।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।