মুখে দাড়ি না দেখে রাসূল (সাঃ) বললেন, তোমার চেহারা আমার চেহারের মত নয়

আমার এক বন্ধু কেন্দ্রীয় সরকারের উচ্চপদে চাকুরি করে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবে তার মুখে দাড়ি ছিল না। কন্তু কয়েক বছর পর দেখা হলে লক্ষ্য করলাম, তিনি দাড়ি রেখেছেন। তার এ পরিবর্তনে আমি ভীষণ খুশি হলাম। তবে তার দাড়ি রাখার কারণ জানতে চাইলাম।

তিনি বললেন, এক রাতে স্বপ্নে দেখি কিয়ামত শুরু হয়ে গেছে। নিজেকে অস্থির দিশেহারা মনে হল। সব মানুষকে এক দিকে ছুটে যেতে দেখে আমিও সেদিকে ছুটে গেলাম। সেখানে রাসূল (সাঃ) অবস্থান করছিলেন। মানুষ তার সাথে করর্মদান করছিলেন। কিন্তু আমাকে দেখে রাসূল (সাঃ) মুখ ফিরিয়ে নিলেন। আমার সাথে করর্মদান না করার কারণ আমি সবিনয়ে জিজ্ঞাসা করলাম। রাসূল (সাঃ) বললেন, তোমার চেহারা আমার চেহারার মত নয় অথ্যাৎ তোমার মুখে দাড়ি নেই অথচ আমার মুখে দাড়ি আছে। ঘুম ভাঙ্গার পর থেকে আমি আর দাড়ি শেভ করিনি।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!