একদা এক গ্রামে দু’টি ছেলে ছিল । ছেলে দু’টি একদিন মাংষের দোকানে মাংস কিনতে গেল । কসাই যেইনা তাদের দিকে পেছন ফিরেছে , অমনি ছেলে দ’টি একজন কিছুটা মাংস তুলে নিয়ে অপর ছেলেটার পকেটে পুরে দিল। কসাই মুখ ফিরে তার রাখা মাংস দেখতে না পেয়ে ছেলে দু’টিকে ধরল-তোরা নিশ্চয় আমার মাংস চুরি করেছিস?
যে ছেলেটি মাংস তুলে নিয়েছিল সে শপথ করে বলল-আমার কছে কোনো মাংস নেই । আর যার পকেটে মাংস ছিল, সেও শপথ করে বলল-আমি তোমার মাংস চুরি করিনি ।
কসাই তখন তাদের চালাকি ধরতে না পেরে বলল-বুঝেছি বাবা বুঝেছি, এ চালাকি বা শপথ করে তোমার আমাকে ঠকাতে পারলে বটে, কিন্তু দেবতাদের চোখে ধূলো দিতে পারবে না ।
উপদেশ : শপথ করে মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না ।