আনূশের পুত্র কিলানের মাহলাইল নামে একটি পুত্র-সন্তান জন্মগ্রহণ করেন। তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দ্বীন প্রচার করতে থাকেন। মাহলাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন, তিনি ধর্ম-কর্মেও অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন। তার ন্যায় সে যুগে আর দ্বিতীয়টি ছিল না। তাছাড়া তিনি বিভিন্ন গুনেও গুণান্বিত ছিলেন। এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন।
মাহলাইলের অনেক সন্তান ছিল। তার সন্তানদের মাঝে তার জ্যেষ্ঠ পুত্র ইজদ ছিলেন অফুরন্ত জ্ঞান ও গুনের অধিকারী। পিতার মৃত্যুর পর তিনিই তার স্থালাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করেন। মাহলাইন তার গুন, জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ-বিদেশ থেকে নজর নিয়াজ ও উপঢৌকনাদিসহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্যে আসত। কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে ফিরে যেত।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।