মান্নত আদায় করার তরীকা

আল্লাহ পাক হযরত ইদ্রীস (আঃ)কে আসমানের কক্ষপথ এবং এদের গঠন প্রাণালী আর তারকারাজীর একত্রিত, পৃথক হওয়ার এবং একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করার রহস্য সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। হযরত ইদ্রীস (আঃ) এ জ্ঞানের দ্বারা মান্নত ও কুরবাণী আদায় করার কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।

আল্লাহ পাকের যে সকল বস্তু তাদের কাছে অধিক গুরুত্ব বহন করত তা হল সুগন্ধি দ্রব্যের ধোঁয়া দেয়া আর কুরবাণীর জন্তু তা ব্যতীত ফল ফুল যা মৌসুমের শুরুতে গাছ হতে প্রথম ছড়ায়ে আনত তা মান্মত করা অপরিহার্য ছিল। ফল মুলের মধ্যে ছেবফল, শস্য কনার মধ্যে গম আর ফুলের মধ্যে গোলাপ ফুলের প্রাধান্য ছিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!