মাছ ধরতে জল ঘোলা

একটি লোক নদীতে জাল ফেলে মাছ ধরতে এসেছিল । ছোট্ট নদী । নদীর এপার থেকে ওপার পর্যন্ত জাল ছড়িয়ে একটা দড়িতে পাথর বেঁধে সেই দড়ি টেনে মাছ তাড়িয়ে আনতে লোকটি চেষ্টা করছিল । জালের ভেতর তাড়া খেয়ে মাছগুলো কোথায় যাচ্ছে তার আর হিসাব না রেখে জালের মধ্যে ঢুকছিল ।এতে নদীর জল ঘোলা হয়ে উঠছিল ।
এইসব দেখে পল্লীবাসীর একজন তিরস্কার করে বলল, এ কি করে বলল, এ কি করছ তুমি , আমরা এখানকার জল পান করি । আর সেই জল তুমি এমন করে ঘোলা করছো ?
উপদেশ :অপরের অসুবিধা করে নিজের সুবিধা করতে নেই ।

দুঃখিত!