মাছি ও মধুর কলসী – ঈশপের গল্প

এক দোকানে মধুর কলসি উলটিয়ে পড়েছিল। আর মধু চারদিকে ছড়িয়ে পড়েছিল।মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেখানে মধু খেতে লাগল। যতক্ষণ এক ফোঁটা মধু পড়েছিল ততক্ষন মাছিগুলো নড়ল না।

অনেকক্ষন মধুর উপরে থাকার ফলে মাছিদের পা মধুর সাথে জড়িয়ে গেল,

ফলে তাদের মধু খাও্য়া শেষ হলেও তারা আর উড়তে পারলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন তারা উড়তে পারলো না

তখন তারা একে অপরকে বলতে লাগল, আমরা কি বোকা; অল্প কিছু সুখের জন্য, নিজের প্রাণ হারালাম।

উপদেশঃ লোভে পাপ, পাপে মৃত্যু।

দুঃখিত!