এক দোকানে মধুর কলসি উলটিয়ে পড়েছিল। আর মধু চারদিকে ছড়িয়ে পড়েছিল।মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেখানে মধু খেতে লাগল। যতক্ষণ এক ফোঁটা মধু পড়েছিল ততক্ষন মাছিগুলো নড়ল না।
অনেকক্ষন মধুর উপরে থাকার ফলে মাছিদের পা মধুর সাথে জড়িয়ে গেল,
ফলে তাদের মধু খাও্য়া শেষ হলেও তারা আর উড়তে পারলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন তারা উড়তে পারলো না
তখন তারা একে অপরকে বলতে লাগল, আমরা কি বোকা; অল্প কিছু সুখের জন্য, নিজের প্রাণ হারালাম।
উপদেশঃ লোভে পাপ, পাপে মৃত্যু।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।