মহিলাদের সামনে জ্বিনদের আত্মপ্রকাশ
বর্ণনায় হযরত সাদ বিন আবী ওয়াক্কাস (রাঃ) একবার আমি নিজের বাড়ির উঠানে বসেছিলাম। এমন সময় আমার স্ত্রী একজন দূতের মাধ্যমে আমাকে বলে পাঠালেন যে আমি যেন তার কাছে যাই। আমি চিন্তিত মনে ভিতরে গেলাম উনি বললেন, দাঁড়াও। তারপর একদিকে ইঙ্গিত করে বললেন, এই একটা সাপ। আমি যখন বাড়ির বাইরে বাগানে প্রাকৃতিক ক্রিয়া করতে গিয়েছিলাম, তখন একে দেখেছিলাম। তারপর এ আমার নজরে পড়েনি। এখন আবার একে আমি দেখছি। এ সেই সাপ। একে আমি চিনি। হযরত সাদ খুৎবাহ পড়েন এবং আল্লাহর হামদ ও সানা নিবেদনের পর বলেন-
তুমি আমাকে কষ্ট দিয়েছ। আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি, এরপর যদি তোমাকে দেখি, তবে তোমাকে কতল করে ফেলব।
একথা শোনার পর সাপটা কামরার দরজা দিয়ে বের হয়। তারপর বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। হযরত সাদ একজন মানুষকে ওই সাপটা কোথায় যা তা লক্ষ্য করতে বললেন। সুতরাং লোকটা সাপটার পিছু নেয়। শেষ পর্যন্ত সাপটা নবীজীর মসজিদে প্রবেশ করে। তারপর নবীজীর মিম্বরের কাছে আসে এবং মিম্বরের উপর চড়ে উপরের দিকে উঠে। তারপর গায়েব হয়ে যায় (আসলে সে ছিল সাপরূপী জ্বিন)।