মশকের পানিতে বরকত

হযরত এমরান হুসাইন (রাঃ) থেকে বর্ণিত আছে, এক সফরে ছাহাবারা রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট আরজ করলেন যে, তারা পানির পিপাসায় কষ্ট পাচ্ছেন, অথচ পানির কোন ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ (সাঃ) সাথে সাথে সওয়ারী থেকে নেমে হযরত আলী (রাঃ) এবং অপর এক ব্যক্তিকে ডেকে বললেন, কিছু পানি সংগ্রহ করে আন। তারা সন্ধান করে এক মহিলাকে রাসূল (সাঃ) এর দরবারে উপস্থিত করল।

তার নিকট পানির দুটি মশক ছিল। রাসূলুল্লাহ (সাঃ) ঐ মশকগুলো থেকে একটি পাত্রে পানি ঢালতে লাগলেন এবং সাহাবাদেরকে পানি পান করতে আদেশ করলেন। হযরত এমরান (রাঃ) কে বলেন, আমরা চল্লিশ ব্যক্তি তৃপ্তির সাথে পানি পান করার পর আমাদের পানির পাত্র ও মশক গুলোতে পানি ভরে রাখলাম। কিন্তু আল্লাহর কসম! তার পরও ঐ মহিলার মশক আগের তুলনায় আরো বেশী পানিতে ভরা ছিল। (বুখারী ও মুসলিম)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!