মন্ত্রীত্বের পদমর্যাদায় হযরত ইউসুফ (আঃ)-৩য় পর্ব

মন্ত্রীত্বের পদমর্যাদায় হযরত ইউসুফ (আঃ)-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

অতএব এ বিষয় আমাকে ক্ষমা করুন।” রাজা বললেন, হযরত ইউসুফ (আঃ) তুমি দুশ্চিন্তা কর না। আমি আজিজ মেছেরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। তিনিই আমাকে এ প্রস্তাব দিয়েছেন। অতএব বিষয়টি নিয়ে তোমার সংকোচের কোন কারণ নেই। হযরত ইউসুফ (আঃ) রাজার কথা শুনে বললেন, জাহাপনা! আপনি যদি আমাকে কোন পদ দিতে চান তবে আমাকে খাদ্যমন্ত্রীর পদ দিন। আমি এ বিষয়ে উৎসাহের সাথে কাজ করে যাব। বিশেষ করে আগামী দুর্ভিক্ষের দিনের জন্য যথাযথ প্রস্তুতি নিতে যে কোন ত্যাগ স্বীকার করে যাব এবং রাজ দরবার থেকে আরম্ভ করে সুদূর পল্লী পর্যন্ত গিয়ে ঘুরে ঘুরে মানুষকে উপদেশ দিয়ে আসব। অতএব দয়া করে আপনি আমাকে এ দায়িত্বটি অর্পণ করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে রেহাই দিন।

রাজা হযরত ইউসুফ (আঃ)-এর কথা শুনে বললেন, আজিজ মেছের কোন দিন আমার দরবারে আসবেন না। অতএব এ দায়িত্ব আমি কাকে দেব? এ পদটি তো আর খালি রাখা যায় না। “হযরত ইউসুফ (আঃ) বললেন, “ আজিজ মেছের সাহেব যতদিন জীবিত আছেন ততদিন আমি তাঁর কাজ চালিয় যাব। তবুও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নামটি যথাস্থানে রাখতে হবে। রাজা হযরত ইউসুফ (আঃ)-এর কথায় সন্তুষ্ট হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন। পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পূর্ণ ভাবেই হযরত ইউসুফ (আঃ)-এর উপর ন্যাস্ত হয়।

হযরত ইউসুফ (আঃ) তখন থেকে মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আরম্ভ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্বের যে সমস্ত কাজ ছিল তাও নিয়মিত ভাবে সম্পাদন করতেন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

মন্ত্রীত্বের পদমর্যাদায় হযরত ইউসুফ (আঃ)-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।