অপু’র লাল রঙ্গের, গুলাকার বড় একটি বেলুন আছে। তার একটি ছোট্ট কুকুরও আছে। এর নাম চুটকু। চুটকু অপু’কে খুব পছন্দ করে।
চুটকু অপু’র সাথে খেলতেও পছন্দ করে। অপুদের বাড়িতে বড় কালো একটি বিড়াল আছে।
চুটকু বিড়ালটিকে একদুম পছন্দ করে না। ওদের বাড়িতে ছোট্ট একটি বাদামি রঙ্গের ইদুরও আছে। বড় কালো বিড়ালটি ইদুরটিকে পছন্দ করে না।
অপু যেমন কুকুর বিড়াল ও ইদুরকে পছন্দ করে, তেমনই কুকুর, বিড়াল
ও ইদুরও অপু’কে পছন্দ করে।
অপু তার বড় লাল গোলাকার বেলুনটিকে মাঠে নিয়ে গেলো। চুটকু, কালো বিড়াল ও ইদুর এরা সবাই তার সাথে মাঠে গেলো।
অপু কী করছে? সে তার বেলুনটি গ্যাস ভরে উড়াচ্ছে। একটি প্রজাপতি বেলুনের উপর বসে আছে।
বেলুনটি আকাশে উড়ে হাওয়ায় ভাসছে।
অপু বেলুনের নাটাইটি খুব শক্ত করে ধরছে। প্রচন্ড হাওয়া বইছে।বড় লাল গোল বেলুনটিকে শক্তিশালী হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। অপু’র হাতে ধরে রাখা বে্লুনের নাটাইটি হাওয়া হেঁচকা টান দিলো।
বেলুন নাটাই সহ অপু’কে উড়িয়ে নিয়ে যাচ্ছে উপরের দিকে।
অপু তীব্রস্বরে চিৎকার দিয়ে বললো, “সাহায্য করো” “সাহায্য করো!”
“বাউ ওয়াঊ” চুটকু (কুকুর) ডাকছে। ” আমি তোমাকে রক্ষা করবো!”
চুটকু অপু’র পায়ে শক্ত করে ধরলো। কিন্তু প্রচন্ড শক্তিতে বাতাস
বেলুনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বড় বেলুনটি অপু’কে হেঁচকা টান দিচ্ছে। “সাহায্য করো! সাহায্য করো!” তীব্রস্বরে চিৎকার করছে অপু।
“বাউ ওয়াঊ!” চুটকু প্রচন্ড শক্তিতে ডাকছে, “আমি তোমাকে রক্ষা করবো।” চুটকু অপু’কে শক্ত করে ধরছে।
“মিউ! মিউ!” বিড়াল ডাকছে। “আমি তোমাকে রক্ষা করবো!” বিড়াল চুটকুকে শক্তকরে ধরেছে!
কিন্তু বাতাস খুব শক্তিশালী। বাতাস অপু’কে সহ বেলুনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
“সাহায্য করো!” চিৎকার করছে অপু।
“বাউ ওয়াউ” চুটকু ডাকছে।
“মিউ! মিউ!” বিড়াল ডাকছে।
“আমি তোমাকে সাহায্য করব!” ক্যাঁচক্যাঁচ করে ইদুর বললো।
ইদুর বিড়ালকে শক্ত করে ধরেছে।
কিন্তু বাতাস এখনও প্রচন্ড শক্তিতে টানছে!
“সাহায্য করো!” চিৎকার করছে অপু।
বাদামী রঙ্গের পিচ্ছিল পোকা মাটির গর্ত থেকে বেরিয়ে এলো।
“আমি তোমাকে সাহায্য করবো!” এই বলে মাটির পোকা ইদুরকে শক্ত করে ধরলো।
দুই.
কিন্তু বাতাস অনেক প্রচন্ড বেগে বইছে! বাতাস লাল বড় বেলুনকে টানছে! আর বেলুন টানছে অপু’কে! অপু টানছে চুটকুকে! চুটকু টানছে বিড়ালকে! বিড়াল টানছে ইদুরকে! ইদুর টানছে মাটির পোকাকে!
“সাহায্য করো!” চিৎকার করে অপু ডাকছে!
“আমি তোমাদের সবাইকে সাহায্য করবো!” ছোট্ট পিপিলিকা বললো।
মাটির পোকাকে সে ধরলো। কিন্তু বাতাস খুব প্রচন্ড বেগে বইছে!
নীল আকাশে কাক উড়ছে। কাক প্রজাপতিকে দেখলো,
“আমার জন্য একটি সুন্দর দুপুরের খাবার!” কা কা ধ্বনি করে কাক বললো।
কিন্ত প্রজাপতি খুব চালাক! সে উড়ে দূরে চলে গেলো। কাক বেলুনের
উপর বসলো। বাতাস বেলুনকে স্থির করলো। কাক তার ধারালো
ঠোঁট দিয়ে বেলুনকে ঠোকরাচ্ছে। ধ্রাম! বেলুন বিস্ফোরিত হলো!
এখন বড় লাল বেলু অপু’কে উপরের দিকে টানছে না। অপু দম করে চুটকুর উপর পড়লো।
“বাউ ওয়াউ!” চুটকু চিৎকার করলো। চুটকু বিড়ালে উপর দম করে
পড়লো।
“মিঊ! মিউ!” করে চিৎকার দিলো বিড়াল।
বিড়াল দম করে ইদুরের উপর পড়লো।
“ক্যাঁচক্যাঁচ” ইদুর ক্যাঁচক্যাঁচ করে চিৎকার করলো।
ইদুর মাটির পোকার উপর পড়লো।
“ক্যাঁচক্যাঁচ!” মাটির পোকা ক্যাঁচ ক্যাঁচ করে চিৎকার দিয়ে উঠলো।
মাটির পোকা পিপিলিকার উপর দম করে পড়লো।
“আহ! আহ!” করে পিপিলিকা চিৎকার দিয়ে উঠলো।
অপু বাড়ি গেল। তার এখন আর খেলা করার জন্য বেলুন নেই ।চুটকুও তার সাথে বাড়ি গেলো।
বিড়াল চিৎকার দিয়ে দাঁত বের করে ক্রুদ্ধ গর্জন করে বললো ইদুরকে,
“কত বড় সাহস তোর, তুই আমার উপর দম করে পড়লি!”
ইদুর একটি গাছের ছিদ্রে ঢোকে পড়লো।এখন ইদুর দুষ্ট বিড়াল থেকে নিরাপদ! মাটির পোকা মাটির গর্তে ঢোকে পড়লো। সে চায় না যে তাকে কাক এসে খেয়ে ফেলুক। পিপিলিকা হাটছে মাটির উপর।
সে তার খাদ্যের সন্ধান করছে।
অপু’র খুব মন খারাপ। তার খেলার জন্য কোন বেলুন নেই।
তার মা এলো। মা অপু’কে কিছু দিলো, এতে অপু খুশি হয়ে মুচকি হাসলো। মা তাকে একটি বড় নীল বল দিলো।
“বাউ ওয়াউ” চুটকু ডাকছে, সে সুখী। এখন আমরা খেলতে পারবো।
——
অনূদিত গল্প