মদিনার পথে রাসূল (সাঃ)-শেষ পর্ব

মদিনার পথে রাসূল (সাঃ)-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

এদিকে মক্কায় একটি জ্বীন রাসূল (সাঃ) ছাওর পর্বতের গুহা হতে চলে যাওয়ার তিন দিন পর গুণ গুণ করে বলতে লাগল, আল্লাহ তুমি দু’বন্ধুকে উত্তম বিনিময় দান কর যারা উম্মে মাবাদের গৃহে কিছুক্ষণ অবস্থান করার পর সেখান হতে মদিনা অভিমুখে রওয়ানা দিয়েছেন। এ আওয়াজ শুনে মক্কার লোকজন বিচলিত হয়ে উঠল। তারা একদল নওজোয়ানকে উম্মে মাবাদের গৃহে দ্রুতগতিতে পাঠালেন।

তারা সেখানে গিয়ে রাসূল (সাঃ)-এর কথা জিজ্ঞেস করলেন তিনি খুব রাগান্বিতভাবে উত্তর দিলেন যার সঙ্গে আমাদের আদৌ কোন সম্পর্ক নেই তার সম্বদ্ধে আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস কর? তোমরা তাড়াতাড়ি আমার গৃহ ত্যাগ কর। না হয় আমার কবিলার লোক ডেকে তোমাদেরকে খতম করে দিব। এ কথা শুনে তারা চলে গেল।

এদিকে রাসূল (সাঃ)-এর সঙ্গে রাস্তায় জোবায়েরের সাক্ষাৎ হল। তিনি ব্যবসা উপলক্ষে সিরিয়া হতে স্বদেশ প্রত্যাবর্তন করছিলেন। তিনি রাসূল (সাঃ)-কে কয়েকখানা মূল্যবান সাদা কাপড় দান করলেন।

তারপর কিছুদূর অগ্রসর হওয়ার পর বোরায়দা আছলামীর সঙ্গে দেখা হল। বোরায়দা একটি ক্ষুদ্র কাফেলা নিয়ে রাসূল (সাঃ)-এর খোঁজে বের হয়েছিলেন। রাসূল (সাঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি তাকে ইসলামের প্রতি আহবান করেন। সে কাফেলাসহ ইসলাম গ্রহণ করল এবং তাঁর পাগড়ী চিড়ে একটি নিশান বানিয়ে দিলেন। যেন সে নিশান নিয়ে মদিনায় প্রবেশ করতে পারেন।

কিছুক্ষণ পথ চলার পর বোরায়দা জিজ্ঞেস করলেন, আপনি মদিনায় কোথায় অবতরণ করবেন? আল্লাহর রাসূল (সাঃ) বললেন, আমার উট আল্লাহর পক্ষ হতে আদিষ্ট। যেখানে উট বসে যায় সেখানেই অবতরণ করব। এ কথার পর বোরায়দা বিদায় হয়ে গেল।

মদিনার পথে রাসূল (সাঃ)-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন  

মদিনার পথে রাসূল (সাঃ)-পর্ব ২

হযরত মুহাম্মাদ (সাঃ)-এর তিরোভাব