মদিনার পথে রাসূল (সাঃ)-পর্ব ১

তিন দিন তিন রাত্রি অতিবাহিত হওয়ার পর নির্ধারিত সময়ে রাত্রির বেলায় পূর্ব যুক্তি অনুযায়ী আবদুল্লাহ বিন আরিকাত দুটি উট নিয়ে গুহায় উপস্থিত হল। হযরত আবু বকর (রাঃ) তাঁর গোলাম আমের বিন ফুয়ারাকেও সঙ্গে নিলেন। তার কন্যাদ্বয় আয়েশা ও আছমা এবং পুত্র আব্দুল্লাহকে মক্কায় রেখে যান। রাসূল (সাঃ) কোছওয়া নামক উটের উপর ছওয়ার হলেন।

আবু বকর তাঁর গোলামকে নিয়ে অপর উটে ছওয়ার হলেন আবদুল্লাহ বিন আরিকাত পূর্ব ওয়াদা অনুযায়ী পথ প্রদর্শক ও ছায়েক হিসাবে উটের রশি ধরে পথ চলতে আরম্ভ করল। কাফেলায় সর্বমোট চারজন লোক।

এদিকে মক্কার কোরাইশগণ ঘোষণা দিল যে, যদি কেউ মুহাম্মাদের শির এনে দিতে পারে তা হলে তাকে একশত উট পুরষ্কার দেয়া হবে। পুরস্কারের লোভে ছোরাকা বিন মালেক রাসূলের অনুসন্ধানে বের হল। ছরওয়ারে আলমের কাফেলাটি তখন বনু মুদলাজের আবাসভূমি কোদাইদ অতিক্রম করে গিয়েছিল। জনৈক ব্যক্তির নিকট এ সংবাদ নিয়ে ছোরাকা সে দিকে দ্রুত অশ্ব পরিচালনা করল।

সে দূর হতে রাসূল (সাঃ) দেখতে পেল। হঠাৎ তার অশ্বটি হোঁচট খেয়ে পড়ে গেল। তাতে তার অন্তরে এক প্রকার বাধার সৃষ্টি হল। তখন সে আরবের প্রথা অনুযায়ী তীর দ্বারা পরীক্ষা করল, এ অবস্থায় মুহাম্মাদের প্রতি তীর চালানো উচিত হবে কিনা? পরীক্ষায় নিষেধ সূচক ফল বের হল। কিন্তু একশত উটের লোভে সে অন্ধ হয়ে গেল।

পুনরায় অশ্ব পরিচালনা করল। এবারও সে অবস্থা হল। এ বার স্বয়ং ছোরাও অশ্ব হতে মাটিতে পড়ে গেল। পুনরায় অশ্ব চালনা করল, নিকটে পৌঁছলে রাসূল (সাঃ)-এর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের শব্দ শুনতে পেল।

মদিনার পথে রাসূল (সাঃ)-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

দুঃখিত!