কিতাউল জাওয়াজিরে বর্ণিত আছে, এক গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করল, মৃত্যুর পর তার শরীর অস্বভাবিক রকমের ফুলে গেল। আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল। মাথা বড় পাথরের মত হয়ে গেল। কান গাঁধার কানের মত হ্যে গেল। মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। ওজন এতই ভারি হল যে, লাশ বহন করার খাট ভেঙ্গে গেল। অনেক কষ্টে তাকে দাফন করা হল।
ভাইয়েরা! বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ তা’য়ালা দুনিয়াতেই জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। রাসূল (সাঃ) বলেন, জাহান্নামীর শরীর এতই বড় হবে যে, তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব তিন দিনের রাস্তা হবে। তার চামড়া মোটা হবে ৭০ হাত। জাহান্নামীদের পোষাক হবে আগুনের। তাদের খাদ্য হবে কাঁটা জাতীয় ফল। আর পানি হবে পুঁজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।