একদা এক বনে এক নেকড়ে বাস করতো।একবার এক কুকুর তাকে কামড় দিয়েছিল।ঐ কামড়ের ঘা ক্রমেই বাড়তে
থাকলো। বাড়তে বাড়তে নেকড়ে এমন কাবু করে দিল যে,সে আর নড়তে পারে না।আর নড়তে না পারাই তার খাবারও জুটল না।নিরুপায় হয়ে সে এক খালের ধারে শুয়েছিল।এমন এময় দেখে যে একটা ভেড়া যাচ্ছে তার সামনে দিয়ে ভেড়াটা দেখেই সে বলে উঠল,ও ভাই শোন,এদিকে শোন,এই যে তোমাকে বলছি।
ভেড়াটা বলল-কি,আমাকে বলছেন?
নেকড়ে বলল হ্যাঁ,হ্যাঁ,তোমাকে বলছি।আমি একে বারে নড়তে না পেরে এখানে শুয়ে আছি তেষ্টাই আমার বুকের ছাতি পর্যন্ত ফেটে যাচ্ছে।তুমি যদি দয়া করো ঐ খালটা থেকে আমাকে একটু জল এনে দেবে।তখন দূর থেকে ভেড়া বলল-তুমি নিজেকে বেশি চালাক মনে করো তাইনা?তোমার ফন্দি আমার কাছে ধরাপড়ে গেছে।জল দিতে যেই আমি তোমার কাছে যাব অমনি আমার ঘড় মটকে তোমার খাবারের যোগার করে নেবে।সে টি হতে দিছি না আমি!এই বলে ভেড়া দ্রুত সেখান থেকে পালিয়ে গেল।
উপদেশঃবিচক্ষণরা দুষ্টের অভিসন্ধি ধরে ফেলে।