
একবার গোপাল আহ্লাদপুরে বেড়াতে এসেছিল। নতুন জায়গায় ঘুরতে ঘুরতে এক অজানা দেবস্থানে উপস্থিত। সেদিন ছিল উৎসব তিথি। সামনে বিরাট আটচালা সাজানো। মধুর বাজনা বাজছে, গানও শোনা যাচ্ছে। পেছনে মন্দির দেখা যাচ্ছে না সামনে থেকে।
ভদ্রমহিলা ও ভদ্রলোকেরা প্রবেশ করছেন ভিড় করে দলে দলে। রাস্তায় দাড়িয়ে গোপাল তাকিয়ে আছে সেইদিকে। তার বড় ইচ্ছে, সেও একবার ভিতরে গিয়ে দেখে, কি জাতীয় তামাস ওখানে হচ্ছে।
ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে দারোয়নকে জিজ্ঞাসা করলে, ‘এখানকার টিকিটের দাম কত ভাই?’ দারোয়ান বললেন, ‘সে কি? এখানে তো কোন টিকিট লাগে না।’ বিনি পয়সায় মেলা দেখা যায়।
গোপাল যেন অকুলে কুল পেয়েছে। এইভাবে ভ্রু নাচিয়ে বলে উঠল, ‘তাই, বলো। ভেট লাগে না বলেই এত ভিড়।’
এই বলে গোপালও ঢুকে পড়ল ভিড়ের মাঝে আনন্দের লোভে।