ভূতের সাথে ক্রিকেট

 

 

মনটা খারাপ করে বাড়ি ফিরলাম ।আজ আমাকে স্কুল ক্রিকেট টিম থেকে বাদ দিয়েছে ।বাদ পড়েছি এই ভেবে আমার মন খারাপ হচ্ছেনা ।মন খারাপ হচ্ছে এই একবছরে আর হয়ত খেলা হবেনা ।মা যে কড়া ।এতদিন স্কুলের খেলা ,স্যার পিটাবে না খেললে !এসব বলে মাকে রাজি করানো গেছে ।আজ যখন মা শুনবে এই কথা ,যে আমি স্কুল টিম হতে বাদ পড়েছি তবে আর খেলতে দিবেন না ।বাড়ি এসে মাকে বলতে মা বললেন ,ভালই হল এবার থেকে খেলায় খেলায় কোন সময় যাবেনা একটু বেশি করে পড়ে নিতে পারবে !

মন খারাপ করে বিছানায় শুতে গেলাম ।ভিশন মন খারাপ ।হঠাত্‍ দেয়াল ঘড়ির শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল রাত বারোটায় ।দেখলাম আমার বিছানায় রোগা টিংটিংয়ে কালো একটা ছেলে বসে আছে ।আমি জিজ্ঞেস করলাম ,কে ?
ছেলেটি বলল ,আমি কচ্চিং ।জঙ্গল ক্রিকেট টুর্নামেন্ট খেলার বটবৃক্ষ ক্রিকেট প্রতিভা দলের হয়ে তোমার খেলতে হবে ।আমি রাজি হয়ে গেলাম ।কচ্চিং আমার হাত ধরে বলল ,তুমি চোখ বুজে থাক আমি না বল পর্যন্ত চোখ খুলবে না ।আমি বললাম ঠিক আছে । B-)
খেলার মাঠ একদম কদাকার ।পায়খানা দিয়ে লেখা জঙ্গল ক্রিকেট কাপ ১১০২ ইং ।আমি কচ্চিং কে জিজ্ঞেস করলাম এ আবার কেমন তারিখ কচ্চিং বলল ,কেন দুই হাজার এগারো ।আমি বললাম ,আমি বললাম দুই হাজার এগারো এভাবে লেখে ?
কচ্চিং বলল ,হ্যা এভাবেই তো !
আমি মাটিতে ২০১১লিখে দেখালাম যে এভাবে ২০১১ লিখতে হয় ।তারা তীব্র প্রতিবাদ করে বলল ,তুমি যেটা লিখেছ এটা তো দুই হাজার এগারো নয় ওটা হচ্ছে এগারো হাজার দুই ।আমি তাদের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম ।যাক এরপর খেলা শুরু হল ।খেলা ১২ ওভারে ।টসে

জিতল বিপক্ষ দল ।আমি ১২ ওভার শেষ করে ব্যাট ধরতে যাব ।এমন সময় ভূতগুলো খেকিয়ে উঠল ।বলল ,এখনো নাকি ৯ ওভার বাকি আছে ।বুঝলাম ওদের হিসেবটাই ওল্ট ।এবার বিনা বিপদে বাকি ওভার গুলো করলাম ।এবার ব্যাটিং করব ।প্রথমে আমি আর ভচ্চি নামলাম ।ব্যাট টা দেখলাম একটা শিম্পান্জ্ঞির রেডিও আলনা হাড় দিয়ে তৈরী ।অবশেষে খেলা আমরাই জিতলাম ।যেভাবে আমাকে নিয়ে গিয়েছিল ঠিক সেভাবেই এনে দিয়েগেল ।কথাটা আমার বন্ধুদের বলেছিলাম ।কিন্তু তারা বিশ্বাস গেলনা ।তাই তোমাদের বললাম ।বিশ্বাস যাওয়া আর না যাওয়া তোমাদের ব্যাপার ।

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!