ভূতের সত্যি ঘটনা

আমি আজ আপনাদের মাজে যে ঘটনা টি শেয়ার করব সেটি আমি সোনেছি আমার পাশের বাড়ির দাদা ভাইয়ের কাছ থেকে।

চলুন আমি তার মতো করে বলি।।
আমার বাবা বলল কাল জলদি উঠিছ জমিতে হাল দিতে হবে ,হ্যাঁ ঠিক আছে। রাতের খাবার খেয়ে জলদি সুয়ে পরলাম, রাতে তেমন ভাল ঘুম হলনা, হঠাৎ করে কিসের জেন আওয়াজ হল তখন ঘুম ভেঙ্গে গেল, মনে হল সকাল হয়ে গেছে বাবা তো বলছে সকালে সকালে চাঁন্দার বিলের জমিতে হাল দিতে হবে। আমি উঠে পরলাম জানিনা তখন কত রাত , চারি দিকে চাঁদের আলো সব দেখা যায় তখন আমার কাছে ঘড়ি ছিলনা। তো আমি উঠে পরলাম হালের গুরু নিয়ে বিলের দিকে রওনা হলাম আমি আগে গিয়ে কয়েকটা জায়গা চাষ শুরু করে দিলাম। আমার সাথে ভাগে চাষ করার মানুষ আসার কথা ওরাতো এখন আসলনা যাইহোক আমার তখন সিগার‍্যাট খাওয়ার তৃষ্ণা পেল দেখলাম আমার কাছে যে ম্যাচ ছিল ওইটাতে কাঠি শেষ হয়ে গেছে এখন কি করি, আমার জমির পরের জমির সাথে বিল তখন রাতে বিলে অনেকে মাছ শিকার করে, আমি দূর থেকে দেখলাম বিলে অনেক মানুশ মাছ শিকার করছে , তারা পলো দিয়েমাছ শিকার করছে আর খাচ্ছে মুখ দিয়ে আগুনের লেলিহা বের হচ্ছে, দূর থেকে মনে হয় ওরা সিগার‍্যাট খাচ্ছে, তখন আমি একটু এগিয়ে গেলাম দেখি তাদের কাছে ম্যাচ পাওয়া জায় কিনা, আমি যত তাদের কাছে যাচ্ছি তারা ততো দূরে চলে যাচ্ছে, আমি ভেবে পাইনা কেন তারা এতো দূরে চলে যায় । প্রথম আমি দেখলাম একজন তার পরে দুইজন এমন করে অনেক গুল যর হল, আমি দেখলাম মানুষের আকৃতি কিন্তু তারা মানুশ না আমার সাথে জেই হালের গুরু গুলা ছিল তারা অনেক ছুটা ছুটি শুরু করে দিল আমি তখন একটু ভয় পেয়ে গেলাম , এরা তো মানুশ না খারাপ কিছু , তারা এখন সব গুল যর হয়ে আমার কাছে আসছে মানে আমাকে দরতে চায়, আমি তাই দেখে দে দোর এক দোরে আমার হালের গুরুর রশি ধর লাম আর গুরু শুরু করল দোর, আমার পিছনে মনে হল হাজার হাজার মানুশ আমাকে ধাওয়া করছে আর আমি আল্লাহ্‌ আল্লাহ্‌ করে দুরাচ্ছি, পিছনে সব কিছু ভেঙ্গে চুরমার করে আসছে, আমিতো মনে করছি আজ আমি শেষ, অনেক খন দোরানের পরে ফজরের আজান দেয়ার সব্দ পেলাম আর তখন হঠাত আমার গুরু থেমে গেলো, একটু সামনে তাকালাম দেখলাম আমার সাথে জাদের মাঠে হাল চাষ করার কথা তারা আসছে কেবল, আমি তাদের কাছে যেয়ে গেন হারালাম, পরের দিন দূপুরে গেন ফিরে পেলাম দেখলাম আমি সুয়ে আছি আর আমার মা বাবা বাড়ির সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বাবা তখন জিজ্ঞেস করল কিরে কাল কি হয়ে ছিল , এতো রাতে কেন তুই গেলি হাল চাষের জন্য, আমি তখন সব খুলে বললাম , আমার বাবা বলল আর কোন দিন একা জাবিনা , আমি বড় বাচা বেচে গেছি, আর কোন দিন আমি একা জাইনা আর এখনো সে কথা মনে হলে আমার গা সিওরে উঠে।

সত্য ঘতনা বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার ।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!