এক পেয়ালা দুধে বরকত

হযরত আবূ হোরায়রা (রাঃ) বলেন, একদিন আমি অভুক্ত ছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে সাথে করে তাঁর বাড়ীতে নিয়ে গেলেন। ঘরে কোথা হতে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছিল। তিনি আসহাবে সোফফাদেরকে ডেকে আনতে আমাকে নির্দেশ দিলেন। আমি মনে মনে বলতে লাগলাম, এক পেয়ালা দুধে এত মানুষের কি হবে। ওটুকু কেবল আমাকে দিলে আমি তৃপ্তির সাথে পান করতাম এবং আমার দেহের দুর্বলতা দূরীভূত হত।

যা হোক রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশে আমি সকলকে ডেকে আনলাম। সকলে উপস্থিত হলে তিনি আমাকে বললেন, তুমি সকলকে দুধ পান করাও। নির্দেশমত আমি একজনের হাতে দুধের পেয়ালা তুলে দিলাম। তিনি পেট ভরে পান করে অন্য জনের হাতে  দুধের পেয়ালা তুলে দিলাম। তিনিও পেট ভরে পান করে অন্যজনের হাতে দিলেন। এমনি ভাবে একের পর এক সকলে তৃপ্তির সাথে দুধ পান করল।

অবশেষে তিনি আমাকে বললেন, এখন কেবল আমি আর তুমি বাকী রয়েছি। এবার তুমি বসে পান কর। আমি বসে পরিতৃপ্তির সাথে দুধ পান করলাম। তিনি বললেন, আরো পান কর, আমি নিজে আরজ করলাম, পেতে আর সংকুলান হবে না। অবশেষে তিনি নিজহাতে পেয়ালাটি তুলে নিয়ে আল্লাহ্‌ পাকের প্রশংসা করে বিসমিল্লাহ্‌ পড়ে অবশিষ্ট দুধ পান করে শেষ করলেন।

এক পেয়ালা দুধে বরকত

হযরত আবূ হোরায়রা (রাঃ) বলেন, একদিন আমি অভুক্ত ছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে সাথে করে তাঁর বাড়ীতে নিয়ে গেলেন। ঘরে কোথা হতে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছিল। তিনি আসহাবে সোফফাদেরকে ডেকে আনতে আমাকে নির্দেশ দিলেন। আমি মনে মনে বলতে লাগলাম, এক পেয়ালা দুধে এত মানুষের কি হবে। ওটুকু কেবল আমাকে দিলে আমি তৃপ্তির সাথে পান করতাম এবং আমার দেহের দুর্বলতা দূরীভূত হত।

যা হোক রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশে আমি সকলকে ডেকে আনলাম। সকলে উপস্থিত হলে তিনি আমাকে বললেন, তুমি সকলকে দুধ পান করাও। নির্দেশমত আমি একজনের হাতে দুধের পেয়ালা তুলে দিলাম। তিনি পেট ভরে পান করে অন্য জনের হাতে  দুধের পেয়ালা তুলে দিলাম। তিনিও পেট ভরে পান করে অন্যজনের হাতে দিলেন। এমনি ভাবে একের পর এক সকলে তৃপ্তির সাথে দুধ পান করল।

অবশেষে তিনি আমাকে বললেন, এখন কেবল আমি আর তুমি বাকী রয়েছি। এবার তুমি বসে পান কর। আমি বসে পরিতৃপ্তির সাথে দুধ পান করলাম। তিনি বললেন, আরো পান কর, আমি নিজে আরজ করলাম, পেতে আর সংকুলান হবে না। অবশেষে তিনি নিজহাতে পেয়ালাটি তুলে নিয়ে আল্লাহ্‌ পাকের প্রশংসা করে বিসমিল্লাহ্‌ পড়ে অবশিষ্ট দুধ পান করে শেষ করলেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…