বানর শিকারি একটা গোল ছিদ্র যুক্ত বাক্স ব্যবহার করে। ঐ গোল যায়গাটা দিয়ে বানরের একটা হাত অনায়াসে ঢুকে যায়।ভিতরে কিছু বাদাম রেখে দেয়।বানর বাদাম নিয়ে হাত বন্ধ করলে,হাতের মুঠিটা হয়ে যায় বড় এবং যে ফাক দিয়ে হাতটা ঢুকিয়েছিল সে ফাঁক দিয়ে বের করতে পারে না।বানর অবশ্য বাদাম গুলি ফেলেদিয়ে হাত বের করতে পারে।কিংবা বাদাম গুলি হাতে রেখে ধরা পড়তে পারে।আন্দাজ করুন বানর কী করে?প্রায় সময়ই বাদামগুলি ধরে রাখে, ফলে মানুষের হাতে ধরা পড়ে।
অনেক সময় মানুষের সাথে বানরের তফাৎ থাকে না।আমরা ওই কয়েক টা বাদাম ছাড়তে চাই না বলে জিবনের পথে আগিয়ে যেতে পারি নি।এই অক্ষমতা কে যুক্তিসহ করে তুলতে চেষ্টা করি। আমি কাজটা করতে পারছি না কারণ-।”যুক্তি হচ্ছে ওই বাদাম, ঐ বাদাম আঁকড়ে আছি বলেই আমাদের সামনে জাওয়া ব্যাহত হচ্ছে।
সফল ব্যক্তিরা সব কিছু জুক্তিগ্রাহ্য করে তুলতে চাই না।দুইটি জিনিস মানুষের সাফল্য নির্ধারন করে।একটি হল যুক্তি।দ্বিতীয় টা হোল কাজের ফলাফল।যুক্তি গণনা করা যায় না,এই ফলাফল গণনা করা যায়।ব্যর্থ হওয়ার জন্য উপদেশ মেনে চলাই যথেষ্ট।“চিন্তা করবেন না,কিছু শুনবেন না,শুধু যা করে ছেন তার জুক্তিগ্রাহ্য ব্যাখা দিন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।