ভাগ্যের বশে দুর্গতি

একটি লোক সুদীর্ঘ ভ্রমণে খুবই ক্লান্ত হয়ে পড়ল। পথ-পার্শ্বে এক কুয়োর ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।

ঘুমের ঘোরে গড়াতে গড়াতে সেই কুয়োয় যখন সে পড়তে লাগল, তখন ভাগ্যদেবী এসে তাকে জাগিয়ে দিয়ে বললেন-এখনই কুয়োয় পড়ে যাচ্ছিলে, পড়লে নিজের দোষ না দেখে আমায় দোষ দিতে।

বলতে ভাগ্যের দোষেই তো তোমায় কুয়োয় পড়তে হল। বোকার মত কেউ কি কুয়োর পাশে ঘুমোয়?

উপদেশ: মানুষের স্বভাব হল নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো।

ফায়ার সার্ভিসের কর্মী

মাছ ধরতে জল ঘোলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *