ভয়ংকর সেই মন্দির

আমি গ্রামের ছেলে শহরের এক স্কুলে পড়াশুনা করি
স্কুলের ছুটিতে কয়ক জন বন্ধুরা মিলে ছুটি কাটানোর জন্য
আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়
প্রথমে বাসে করে আসি বাস স্পটপে তারপর গরুর
গাড়িতে উঠে বাড়িতে এসে পোছায় তখন আনুমানিক ১:১৫ মি: ৷
তারপর বন্ধুরা মিলে গোছল ও খাওয়া দাওয়া করে বিশ্রাম না নিয়ে সবাই বেরিয়ে পড়লাম আব্বুর আট সেলের একটা টচ লাইট নিয়ে আড্ডা দিতে দিতে চললাম সবাই গ্রাম ঘুরতে এক সময় সন্ধ্যা হয়ে যায় । তারপর বাড়ির উদ্দেশে রওয়ানা দেই আসতে আসতে খুব জোরে বারি ব্শষন শুরু তার সাথে আকাশে গজ্জন দেখতে দেখতে মশুল বেগে বৃষ্টি । আসে পাশে কোন ঘর বাড়ি নেই ছুট দিলাম সবাই ছুটতে ছুটতে অবশেষে একটা পুরানো দিনে একটি মনদির সেখানে গিয়ে উঠলাম অবিরাম আকাশে গজ্জন ও তার সাথে মশুল বেগে বৃষ্টি বন্ধুদের
মধ্যে একজন বলে উঠলো এটা কিসের মনদির আমি বললাম আমি গ্রামের লোক জনের কাছে
শুনছি । এই মনদিরে তেমনি কেউ পুজাঁ দিতে যায় না এবং সেখানে থাকতো পুরুহীত এবং তার কিছু লোক ছিল তারাকালীর পুজাঁ করত । ঠিক আমাদের মত একদিন কিছু ছেলে অন্য গ্রামে দাওয়াত খেয়ে ফিরছিলো তাদেরও সন্ধ্যা হয় সেই দিনও আকাশে গজ্জন ও তার সাথে মশুল বেগে বৃষ্টি হচ্ছিল তারা এই মনদিরে ওঠে তারপর তারা কিছুক্ষন পর তারা শুনতে পেলো
পুজাঁ ঘরে দিক থেকে হঠ্যাৎ ঘন্টার শব্দ তারা সবাই এগিয়ে গিল তারপর তারা দেখলো । পুজাঁর
ঘরের দিকে কেউ নেই তারা বললো কেউ নেই তাহলে ঘন্টার শব্দ কোথায় তারা শব্দ অনুসরন করে তারা দেখলো মুনদিরে পিছনে একটা ঘর থেকে আসছে তারা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো তারা দেখতে পেল মেঝের মাঝখানে একটি লোহার ঢাকনার মধ্যে দিয়ে ঘন্টার শব্দ । তারা ঐ লোহার ঢাকনা সরিয়ে তারা দেখতে পেল নিচে দিকে সিঁড়িঁ বয়ে
গেছ তারা আস্তে আস্তে সিঁড়িঁ বয়ে দেখলো একজন ঘন্টার বাজাঁছে আর দুইজন একটি শিশু মেয়েকে ধরে আছে । এবং সেই পুরুহীত মন্তোরো পড়ছে এবং সেই শিশু মেয়ে
কাঁনতেছে হঠ্যাৎ একজন ঐ শিশুকে বলী দেবার জন্য অস্তরো বাড়িয়ে দিলো । পুরুহীতের দিকে তারা এই দৃশ্য দেখে ভয় পেয়ে দ্রুত উপরের উঠলো এবং লোহার ঢাকনার ঠিকমত দিয়ে তারা দ্রুত দোড় দিল তারপর কাওকে না বলে তারা কিরাসিনের ঢ্রিরাম নিয়ে পরেদিন ঐসময় ঘন্টার শব্দ তারা দেরি না করে কিরাসিনের ঢ্রিরামের মুখ খুলে সেই লোহার ঢাকনা সরিয়ে সব
ডেলে দিল এবং আগুন ধরি দিয়ে তারা লোহার ঢাকনা বন্ধ করে দিয়ে চলে যায় এবং পরেদিন তারা লোকজনকে জানায় । হঠ্যাৎ বৃষ্টি থেমে গেল আমি বন্ধুদের বললাম চলো আমরা ফিরে বাসায় যায় তাপর বাসার দিকে রওয়ানা হবো সেই সময় হঠ্যাৎ ঘন্টার শব্দের আওয়াজ তখন বুকের ভিতরে ভঁয় হলো । তখন আমাদের মধ্যে একজন বন্ধু বললো কিসের আওয়াজ আমরাসবাই এগিয়ে গিলাম তারপর দেখলাম। পুজাঁর ঘরের দিকে কেউ নেই আমরা বললাম কেউ নেই তাহলে ঘন্টার শব্দ কোথায় আমরা শব্দ অনুসরন করে দেখলাম মুনদিরের
পিছনে একটা ঘর থেকে আসছে আমরা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলাম আমরা দেখতে পেলাম মেঝের মাঝখানে একটি লোহার ঢাকনার মধ্যে দিয়ে ঘন্টার শব্দ । আমরা ঐ লোহার ঢাকনা সরিয়ে তারা দেখতে পেলাম নিচে দিকে সিঁড়িঁ বয়ে গেছ তারা আস্তে আস্তে সিঁড়িঁ বয়ে দেখলাম চারিদিকে মানুষের কষ্কাল তাই দেখে আমরা সবাই ভঁয় পায় এবং আমরা সবাই দ্রুত উপরে উঠার জন্য পা চালালাম হঠ্যাৎ আমার হাত যেন কেউ আঁটকে ধরে তখন আমার হাত থেকে টচ লাইট নিচে পড়ে গেল তখন আমি ভয়ে আত্তনাত করি । তারপর বন্ধুরা টেনে উঠালো আমার সেখান থেকে দ্রুত লোহার ঢাকনা বন্ধ করলাম তারপর সবাই মিলে দোড় দিলাম এবং আমার রাতেখুব জ্বর হয় পরেদিন আমরা বন্ধুরা এবং গ্রামের বন্ধুরা প্রায় ১০জন সেই পুড়া মুনদীরে
যায় এবং
সবাই ঐ ঘরে গিয়ে লোহার ঢাকনা তুললাম ঐর মধ্যে ঢুকলাম এবং আমাদের সবার কাছে টচ ছিল । সবাই একসাথে টচ জ্বালালাম দেখলাম ঐ রাতের আমার চট পড়ে আছে আগে ঐটা তুললাম তারপর দেখলাম ঐ রাতে যা দেখিছিলাম কখন তাঁর ওলটো এবং সবাই বাড়ি যায় তখন
থেকে লোকজন ঐ দিকে চলাচল করে না ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!