বয়ান-শোনা জ্বিনদের বর্ণনা

বর্ণনায় হযরত আবূ আলী দাক্বাক্ব (রহঃ) আমি তখন নীশাপর শহরে বয়ান-বক্তৃতা ও ইসলাম প্রচারের জন্য অবস্থান করছিলাম। সেই সময়ে আমার এক ধরণের চোখের রোগ হয়। তাছাড়া আমার ছেলেমেয়েদের সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষাও প্রবল হয়ে ওঠে।

কিন্তু একরাতে আমি স্বপ্নে দেখি, এক ব্যক্তি আমার কাছে এসে বলছে- হে শায়খ আপনি এত সত্বরে ফিরে যেতে পারবেন না! কারণ জ্বিনদের একজন যুবক আপনার মজলিশে হাজির হয়ে আপনার ভাষণ শুনছে। এবং এই ভাষণ তারা আর অন্য কোন সময়ে শুনতে প্রস্তুত নয়।

তাই ওদের এই চাহিদা বা প্রয়োজন পুরণ না করা পর্যন্ত আপনি ওদের ছেড়ে যেতে পারবেন না। সম্ভবত আল্লাহ তায়ালা ওদেরকে চিরকালীন শান্তি ও নিরাপত্তার জীবন দান করবেন।

সকাল হতে দেখি, আমার চোখের রোগ পুরোপুরিই সেরে গেছে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!