বয়াত শোনার পরিবেশ চাই

হযরত জোনায়েদ (রঃ) একদা কতিপয় মুরীদসহ এক বাড়ীতে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে তিনি স্বীয় মুরীদানদের মধ্যে এক অপরিচিত ব্যক্তিকে দেখলেন। পরে তাকে নিকটে ডেকে নিজের চাদরটি তার হাতে দিয়ে বললেন, এ চাদরটি বাজারে বিক্রি করে সকলের জন্য দু’সের চিনি নিয়ে আস। সে চাদর নিয়ে বের হলে তখন তিনি ভেতর হতে ঘরের দরজা বন্ধ করে উচ্চ আওয়াজে তাকে ডেকে বললেন, তুমি চাদর নিয়ে চলে যাও।

কিন্তু এখানে ফিরে এসো না। উপস্থিত সকলে এর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি নিজের চাদর বিক্রি করে তোমাদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ খরিদ করেছি। অর্থাৎ এমন এক ব্যক্তিকে এই মজলিস হতে বের করে দিয়েছি, যে তোমাদের দলভুক্ত নয়। অতঃপর তিনি বললেন, বয়াত শোনার জন্য তিনটি বস্তুর প্রয়োজন, অর্থাৎ স্থান, কাল এবং উপযুক্ত পাত্র।

বয়াত শোনার পরিবেশ চাই

হযরত জোনায়েদ (রঃ) একদা কতিপয় মুরীদসহ এক বাড়ীতে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে তিনি স্বীয় মুরীদানদের মধ্যে এক অপরিচিত ব্যক্তিকে দেখলেন। পরে তাকে নিকটে ডেকে নিজের চাদরটি তার হাতে দিয়ে বললেন, এ চাদরটি বাজারে বিক্রি করে সকলের জন্য দু’সের চিনি নিয়ে আস। সে চাদর নিয়ে বের হলে তখন তিনি ভেতর হতে ঘরের দরজা বন্ধ করে উচ্চ আওয়াজে তাকে ডেকে বললেন, তুমি চাদর নিয়ে চলে যাও।

কিন্তু এখানে ফিরে এসো না। উপস্থিত সকলে এর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি নিজের চাদর বিক্রি করে তোমাদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ খরিদ করেছি। অর্থাৎ এমন এক ব্যক্তিকে এই মজলিস হতে বের করে দিয়েছি, যে তোমাদের দলভুক্ত নয়। অতঃপর তিনি বললেন, বয়াত শোনার জন্য তিনটি বস্তুর প্রয়োজন, অর্থাৎ স্থান, কাল এবং উপযুক্ত পাত্র।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…