বয়াত শুনে ইসলাম গ্রহণ

হযরত আবুল কাসেম জোনায়েদ বলেন, একবার আমি এক জামাতের সাথে তুর পাহাড়ে ছিলাম। আমরা ঘুরতে ঘুরতে এক জলাশয়ে অবতারণ করলাম। আমাদের সাথে ছিল এক গায়ক। সে বয়াত পাঠ করতে শুরু করল। অতঃপর বয়াত শুনে সবার মধ্যে ওয়াজদের হালত জন্ম হল এবং তারা মূড়িয়ে নৃত্য করতে লাগল। ঐ জলাশয়ের নিকট ছিল এক রাহের (খৃষ্টান জাজক) তিনি এ দৃশ্য দেখে বললেন, আল্লাহ্‌র নামের শপথ দিয়ে বলছি, তোমরা আমার নিকট আস। কিন্তু ওয়াজদের হালাতের কারণে কেউই তার আহ্বান শুনতে পেল না। পরে সকলে শান্ত হলে তিনি নিকটে এসে জিজ্ঞেস করলেন, তোমাদের আমীর ও মুরশিদ কে? সকলে আমার দিকে ইশারা করল। এবার তিনি আমার দৃষ্টি আকার্ষণ করে বললেন, হে ওস্তাদঃ এতক্ষণ তোমরা যা করলে তা কি তোমাদের শরীয়ত? আমি বললাম, শরীয়ত সম্মত বটে তবে তার জন্য পরিপূর্ণ পারহেজগারী ও দুনিয়া ত্যাগী পূর্বশর্ত। খৃষ্টান বললেন, আমি ইঞ্জিল কিতাবে দেখেছি মুসলামানদের মধ্যে এমন কিছু সংখ্যক ব্যক্তি হবেন যারা দুনিয়াদারী ত্যাগ করে পরিপূর্ণ পরহেজগারী অবলম্বন করবেন এবং বয়াত শোনার পর তাদের মধ্যে ওয়াজদের হালত পয়দা হবে। তাদের লেবাস হবে রঙ্গিন অথবা পশমী। তারা নেহায়েত প্রয়োজন পরিমাণ দুনিয়ার আসবাব গ্রহণ করবেন।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।