এক ব্যাধ জাল ফেলেছে বনে, তাতে বেঁধে দিয়েছে সে তার পোষা কয়েকটা পায়রা। একটু দুরে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছে সে বনের কোন পায়রা তার জলে ধরা পড়ে কিনা। একটু পরে কয়েকটা বুনো পায়রা এসে ধরা পড়ল তার সেই জালে ।
ব্যাধ ছুটে এসে যেই তাদের ধরতে আরম্ভ করল অমনি বুনো পায়রারা পোষা পায়রাদের তিরস্কার করে বলতে লাগল—ছিঃ ছিঃ ছিঃ, আমাদের জাত ভাই হয়েও আমরা ফাঁদে পা দেবার আগে তোমরা আমাদের সাবধান করে দিতে পারলে না!
পোষা পায়রারা বললো, আরে ভাই, আমাদের মত অবস্থা হ’লে তোমরা বুঝতে-জাত ভাইদের ভাল করার চেয়ে মনিবের মন যোগানোই নিজেদের পক্ষে ভাল।
উপদেশ: ক্রীতদাসেরা যদি তাদের মালিকের মন রাখতে নিজেদের জ্ঞাতি গোত্রের প্রতি দরদ দেখাতে না পারে তা’হলে তাদের দোষ দেওয়া যায় না।
“ক্রীতদাসের দরদ দেখাতে নেই।।”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।