বেজি, সাপ ও ইঁদুরের দল

এক বাড়িতে অনেক ইঁদুর আস্তানা গেড়েছিল। ইঁদুরের লোভে সেই বাড়িতে একদিন এসে জুটলো এক সাপ আর এক বেজি। বেজি সাপে জাত শত্রুতা। প্রথম দু’চার দিন ইঁদুর নিয়ে ব্যস্ত থেকে নিজেদের শত্রুতার কথা তারা ভুলে ছিল। কিন্তু একদিন বেজি ইঁদুরদের ছেড়ে সাপকেই আক্রমণ করে বসল। সাপ বেজির লড়াই। কেউ কারুর চাইতে কম না। অনেক্ষণ ধরে চলল সেই যুদ্ধ। ক্ষত বিক্ষত হয়েও তাদের দমবার নাম নেই।

এদিকে দুই শত্রুকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখে ইঁদুরের দল গর্ত থেকে বেরিয়ে আনন্দে নাচানাচি জুড়ে দিল। ইঁদুরের উল্লাস দেখে সাপ আর বেজির হুঁশ হল। লড়াই বন্ধ করে সাপ বেজিকে বলল, দেখ দেখ, আমাদের মারামারি করে মরতে দেখে ইঁদুরেরা কেমন আনন্দ করছে! বেজি বলল, তাই তো। আমরা যে কেউ একজন মরলেই তো ওদের একজন শত্রু কমবে। কেন আমরা বোকার মত যুদ্ধ করছি? সাপ বলল, আমিও তো সে কথাই বলছি। বন্ধ কর এসব লড়াই। এস মিলে মিশে ইঁদুর ধরার চেষ্টা করি। তখন শত্রুতা ভুলে সাপ আর বেজি আবার একজোট হয়ে গেল। তারা দুজন দুদিক থেকে ইঁদুরদের উপর ঝাঁপিয়ে পড়ল।

নীতিকথাঃ স্বার্থের প্রয়োজনে পরস্পর শত্রুর মধ্যেও মিত্রতা হয়ে থাকে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!