
একদিন গোপাল ও কয়েকজন লোক গঙ্গা পার হচ্ছিল। সকলের কাছে বেশি মাল থাকায় নৌকাটা প্রায় জলসই হয়ে গিয়েছিল। মাঝে মাঝে কাত হয়ে নৌকায় জল ঢুকছিল। লোকও বেশি হয়েছিল মাছ ও ছিল সেই নৌকায় প্রচুর।
তাই দেখে একজন যাত্রী তার বড় মোটটা মাথায় তুলে সোজা হয়ে দাড়াল। গোপাল জিজ্ঞাসা করল সে মাথার ওপর মাল তুলে দাড়িয়েছে কেন? সে বলল, তাহলে নৌকাটা ডুবে যাবে না। সকলে নৌকা থেকে মোট মাথায় তুলে ধরলে নৌকাটার ওজন কমে যাবে আর জলডুবি থেকে নৌকোর সঙ্গে আমাদের জান আর সম্মান বাচবে।
আমি কি কম বুদ্ধিমান। গোপাল লোকটির বুদ্ধির বহর দেখে না হেসে পারল না এই আহম্মক লোকটার কথা শুনে।