খ্রিস্টান ধর্মের অনুসারীরা হযরত ঈসা (আঃ) কে তাদের সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে।
একদিন মাওলানা রহমাতুল্লাহ কারনবি এক খ্রিস্টান ধর্ম প্রচারকের সাথে আলোচনায় বসলেন।
খ্রিস্টান প্রচারক প্রমাণ করতে চাইলেন যে ঈসা (আঃ) সর্বশক্তিমান স্রষ্টা এবং তিনি আরও প্রমাণ করতে চাইলেন যে ঈসা (আঃ) মানুষের পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেছেন।
অনেকক্ষণ আলোচনা চললেও কোনো অগ্রগতি হচ্ছিল না। ঠিক এমন সময় মাওলানা সাহেবের চাকর দ্রুত এসে তাঁর কানে কানে কিছু বলল।
এ কথা শোনামাত্র মাওলানা সাহেব হঠাৎ কাঁদতে শুরু করলেন!
খ্রিস্টান প্রচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
— “মাওলানা সাহেব! কী দুঃখের সংবাদ পেলেন?”
মাওলানা সাহেব উত্তরে বললেন,
— “আমার চাকর এখনই খবর দিল যে প্রধান ফেরেশতা জিবরাইল (আঃ) মারা গেছেন!”
এ কথা শোনামাত্র প্রচারক উচ্চস্বরে হেসে উঠলেন ও বললেন,
— “আপনি এত জ্ঞানী হয়েও এমন কথা বিশ্বাস করলেন?”
তখন মাওলানা শান্তভাবে বললেন,
— “একজন সৃষ্টিকর্তা যদি মারা যেতে পারেন, তবে ফেরেশতার মৃত্যুতে বিস্মিত হওয়ার কী আছে?”
এই জবাব শুনে খ্রিস্টান প্রচারকের আর কোনো কথা বলার ছিল না। সে নীরবে সেখান থেকে চলে গেল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।