বুদ্ধির জয়

খিষ্টান ধর্মের অনুসারীরা হযরত
ঈসা (আঃ) কে তাদের
সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে।
↓↓↓
একদিন মওলানা রহমাতুল্লাহ্
কারনবি এক খিষ্টান ধর্ম প্রচারকের
সাথে আলোচনায় বসলেন।
খিষ্টান ধর্ম প্রচারক প্রমাণ
করতে চাইলেন যে ঈসা (আঃ) সর্ব
শক্তিমান
স্রষ্টা এবং তিনি আরো প্রমাণ
করতে চাইলেন যে ঈসা (আঃ) মানুষের
পাপের মুক্তির জন্য মৃত্যু বরণ করেছেন।
অনেক্ষণ আলোচনার পরও যখন
মওলানা সাহেব কোন আশার আলোই
দেখতে পাচ্ছিলেন না।এমন সময়
মওলানা সাহেবের চাকর
মওলানাকে কানে কানে কিছু
বলে গেল।
তৎক্ষনাৎ মওলানা সাহেব
কাঁদতে লাগলেন !
খিষ্টান ধর্ম প্রচারক বললেন,
“মওলানা সাহেব দুঃখের
সংবাদটা কি ?
মওলানা সাহেব বললেন, “আমার চাকর
এই মাত্র বলে গেলো যে, প্রধান
ফেরেস্তা জিবরাইল (আঃ)
মারা গেছেন !
এ কথা শুনে হাসতে হাসতে খিষ্টান
ধর্ম প্রচারক বললেন,”আপনি এত
জ্ঞানী হয়েও এ কথা বিস্বাস করলেন ?
মওলানা সাহেব বললেন,”কেনো একজন
সৃষ্টিকর্তা যদি মারা যেতে পারে তব
↓↓↓
↓↓

খিষ্টান ধর্ম প্রচারক আর একটি কথাও
না বলে সেখান থেকে চলে গেলেন !

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!