বিশ্বে আলোড়ন সৃষ্টি করা রহস্যময় ঘটনা

পশ্চিম অস্ট্রেলিয়া থেকে তিনজন যাত্রী নিয়ে Katz II নামের একটি ছোট ইয়ট ২০০৭ সালের ১৫ই এপ্রিল, রবিবার সমুদ্রযাত্রা শুরু করে। ঠিক তিন দিন পর, অর্থাৎ বুধবার, ইয়টটিকে সমুদ্রের মাঝখানে, যাত্রা শুরুর স্থান থেকে বেশ দূরে Townsville নামক জায়গার প্রায় ১৫০ কিলোমিটার দূরে দেখা যায়। এরপর শুক্রবার এটি বন্দরে এসে ভিড়ে।

কিন্তু বিস্ময়ের পালা তখনো বাকি ছিল। ইয়টটিতে গিয়ে দেখা যায়, ইঞ্জিন তখনো চলছে, একটি ল্যাপটপ চালু রয়েছে, রেডিও ও জিপিএস সচল আছে, এবং তিনজনের খাবার টেবিলে সুন্দরভাবে সাজানো রয়েছে। কিন্তু সেই তিন যাত্রীর কোনো অস্তিত্বই নেই!

সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল, লাইফ জ্যাকেটসহ সমস্ত সরঞ্জাম ইয়টের মধ্যেই অক্ষত অবস্থায় ছিল।

তদন্তকারীরা একটি ভিডিও ক্যামেরা আবিষ্কার করেন, যেখানে ইয়টটি পাওয়া যাওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিও রেকর্ড ছিল। সেই ভিডিওতে দেখা যায়, তিনজন যাত্রীই স্বাভাবিক আচরণ করছিলেন, কোনো সমস্যা বা আতঙ্কের লক্ষণ তাদের মধ্যে ছিল না।

কিন্তু এরপর তারা যেন হাওয়া হয়ে গেলেন!

অনেক তদন্ত ও অনুসন্ধান চালানো হলেও তাদের আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেল তারা? কী ঘটেছিল?

এই রহস্যের কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি…

অস্বাভাবিক তথ্য

কিছু অস্বাভাবিক তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *