বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-২য় পর্ব
বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
কথিত আছে একদা লোকমান হাকিম বন ভ্রমণে গিয়ে তিন দিন যাবত প্রসাব পায়খানা করতে পারি নি। কারণ সর্বত্র ছিল গাছপালা লতা পাতা ও ঘাসের আচ্ছাদিত। তিনি যে দিকে তাকাতেন সেদিকেই মানুষের কল্যান সৃষ্ট গাছ দেখে তাঁর উপর মল-মুত্র ত্যাগ না করে অন্যায় ভেবে তিন দিন যাবত এ কাজ থেকে বিরত ছিলেন। চতুর্থ দিনে তিনি খোলা ময়দানে এসে মল মূত্র ত্যাগ করেন।
এক বর্ণায় জানা যায়। লোকমান হাকিম কোন রাস্তা দিয়ে চলার সময় সমস্ত গাছ উদ্ভিদ তাকে ছালাম করত এবং মানুষের কল্যানে তাদেরকে ব্যাবহার করার জন্য অনুরোধ করত। হযরত দাউদ (আঃ) এর সাথে তাঁর সখ্যতা গড়ে উঠে পরে অধিকাংশ সময় তিনি নবীর সংস্রবে কাটাতেন। নবীকে বিভিন্ন বিষয়ে সাহায্য সহানুভূতি করতেন। এক সময় তিনি হযরত দাউদ (আঃ) এর প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
একদিন তন্দ্রমগ্ন অবস্থায় লোকমান হাকিমের নিকট জনৈক ফেরাস্তা এসে বললেন, হে লোকমান হাকিম! আল্লাহ তায়ালা আপনাকে নবুয়াতী প্রদানের খবর দিয়েছে। লোকমান হাকিম তখন তন্দ্রা থেকে উঠে দেখেন একজন সাধা পোশাক ধারি লোক তাঁর নিকট দাড়িয়ে আছে।
তখন লোকমান হাকিম জিজ্ঞেস করলেন আপনি কে? কি জন্য এসেছেন? তিনি জবাব দিলেন আমি একজন ফেরেস্তা। আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনাকে নবুয়তীর সংবাদ দিতে এসেছি। লোকমান হাকিম বললেন, ভাই এ দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভ নয়। কারণ একদিকে পয়গম্বরী আজমায়েশে উত্তর্ণ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় পয়গম্বরীর প্রস্তাব গ্রহন করা এক কঠিন কাজ। যদি আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন ভুল করে বসি, তখন আমার ডবল শাস্তি হবে। যেহেতু পয়ম্বগরী আমি চেয়ে নিয়েছি। আর যদি দায়িত্ব সঠিক ভাবে পালন করি তাহলে শত্রু ঘেরা জীবনে চির সতর্ক অবস্থায় কাটাতে হবে। মুহূর্তের জন্য অমনযোগী হলে মহা বিপদের সম্মুখীন হতে হবে তাতে সন্দেহ নেই।
ফেরেস্তা লোকমান হাকিমের উক্তি শুনে চলে গেলেন। কিছু দিন পর আর একজন সাদা পরিহিত ব্যক্তি লোকমান হাকিমের নিকট এসে বললেন, হে লোকমান হাকিম! আল্লাহ আপনাকে নবুয়তী অথবা জ্ঞান-বিজ্ঞানের প্রতিভা লাভ করা এ দুটির মধ্যে একটি গ্রহন করার জন্য আহবান জানিয়েছে। তখন তিনি বললেন, নবুয়তী দায়িত্ব পালন করতে আমি ভয় পাই। কোন মুহুর্তে সামান্য পদস্থল ঘটে বিরাট বিপাকে পড়ে যায়। অতএব দ্বিতীয় প্রস্তাব, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা গ্রহন করতে আমি রাজি আছি। এ বিষয় আমাকে যথাযোগ্য জ্ঞান দান করার নিমিত্তে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। ফেরেস্তা লোকমান হাকিমের উক্তি শুনে চলে গেলেন। এর পরে আল্লাহ তায়ালা জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা ও ন্যায় বিচার কায়েম অপরাসীম যোগ্যতা তাকে দান করেন?
বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন