সেদিন রাজ-বাড়িতে কি একটা কাজ ছিল সেজন্য গোপাল খুব সেজে গুজে রাজসবায় গেল।তার পরণে শান্তিপুরী জরিদার ধুতি,গরদের জামা,গায়ে কাশ্মিরী শাল,পায়ে চকচকে পামসু,হাতে ছড়ি।
এই রকম পোষাক—পরিচ্ছেদে সেজে গোপাল রাজসবায় ঢুকতে যাবে হঠাৎ প্রধান প্রবেশ পথে একনজনের সঙ্গে দেখা হয়ে গেল গোপালের ।
এই লোকটি গোপালকে দেখত পারতনা।সব সময় গোপালকে ঠকাবার চেষ্টা করত।সে গোপালকে এই রকম সেজে গুজে রাজসবায়
ঢুকতে দেখে বলল—কিরে গোপাল! তুই যে একবারে চিঁরে গোলাম সেজে এসেছিসরে!
গোপাল হাসতে হাসতে জবাব দিল—ঠিকই বলেছেন দাদা! তা চিঁড়ের গোলামকে আপনার বিবি দিয়ে ধরে নিন না।
মুখের মত জবাব পেয়ে লোকটি তাড়া তাড়ী সরে পড়ল।