বিনা পরিশ্রমের ব্যবসা

কজন বুযুর্গের একটি ঘটনা বর্ণিত আছে। এক লোক তাকে প্রায়ই গালি দিত। যতবার গালি দিত বুজুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। একদিন লোকটি ভাবলো তিনি তো আমার উপকারই করছেন সুতিরাং তাকে গালিগালাজ করা উচিত নয়। একথা চিন্তা করে সে গালি দেওয়া বন্ধ করে দিল।

সে দিন থেকে বুজুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞেস করলেন। বুজুর্গ বললেন, “ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি গাল দেওয়া বন্ধ করে দিয়েছো তাই আমিও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি।”

লোকটি বললো, “আমি তো কখনও আপনাকে গাল দিতাম না!” বুজুর্গ বললেন, “তুমি যতদিন আমাকে গালি দিয়েছো ততদিন তোমার ইবাদতের সওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ, ফলে আমার আর সে উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।”

(আল ইয়াওনিয়্যাহ খন্ড-৪, পৃষ্ঠা-১৮৬)

সাপের তওবা

খাব্বাব ইবনুল আরাত (রা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *