বিনা পরিশ্রমের ব্যবসা

একজন বুযুর্গের একটি ঘটনা বর্ণিত আছে। এক লোক তাকে প্রায়ই গালি দিত। যতবার গালি দিত, বুযুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন।

একদিন লোকটি ভাবলো, তিনি তো আমার উপকারই করছেন, সুতরাং তাকে গালিগালাজ করা উচিত নয়। এই চিন্তা করে সে গালি দেওয়া বন্ধ করে দিল।

সে দিন থেকে বুযুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞেস করলেন। বুযুর্গ বললেন, “ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছো, তাই আমিও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি।”

লোকটি বললো, “আমি তো কখনও আপনাকে গাল দিতাম না!”

বুজুর্গ বললেন, “তুমি যতদিন আমাকে গালি দিয়েছো, ততদিন তোমার ইবাদতের সওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দেছো, ফলে আমার আর সে উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করেছি।”

(আল ইয়াওনিয়্যাহ, খন্ড-৪, পৃষ্ঠাসংখ্যা-১৮৬)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!