এক রাজার সম্পর্কে গল্প আছে।তিনি একদিন তার উপদেষ্টাদের দেকে বিভিন্ন যুগের জ্ঞানগর্ভ বানি গুলো কে সংকলন করতে বললেন যাতে সে গুলি তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারেন।অনেক পরিশ্রমের পর উপদেষ্টারা বেশ কয়েক টি খণ্ডে জ্ঞানগর্ভ বানিগুলো কে সংকলন করে রাজার নিকট উপস্থিত করলেন।রাজা উপদেষ্টাদের বললেন যে গুলি এত বিরাট যে লোকে পড়বে না,তখন তারা এগুলি সংক্ষিপ্ত করা শুরু করলেন।পরে উপদেষ্টারা মাত্র একটি খণ্ডে বিভক্ত করে রাজার কাছে পেশ করলেন,রাজা আবার একই কথা বললেন।তখন তারা প্রথমে এক অধ্যায় এবং পরে এক পাতায় সংক্ষিপ্ত করে দিলেন।কিন্তু রাজা এতে শুশি হলেন না।শেষ পর্যন্ত উপদেষ্টারা একটি বাক্যে সমস্ত জ্ঞানকে সংক্ষিপ্ত করে রাজার নিকট উপস্থিত হলেন।রাজা খুশি হলেন।তিনি বললেন এই একটি জ্ঞানগর্ভ বাক্যই তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌছেদিতে চান।
বাক্যটি হল,“দুপুরের খাবার বিনা মুল্যে হয় না।
উপদেশঃপত্যেক সংস্থায় ও সমাজে বিনা পয়সায় পানভোজনের সুবিধাভোগী ব্যক্তি আছে।বস্তুপক্ষে কোন না কোন সময়ে আমরা পানভোজনের আশা করেছি।এটা সাধারণত বিভিন্ন সমিতি ও সংগঠনেই বেশী দেখা যায় এরূপ সংস্থায় বেশিভাগ সদস্যরাই অকর্মণ্য।তারা কর্মী সদস্যদের পরিশ্রমের সুফল ভোগ করতে চায়।অনেক সময় ভোগ করতে থাকে।