মোল্লা বাজার থেকে গোশত কিনে এনে তার গিন্নিকে বললো আজ কাবাব খাব, বেশ ভাল করে রাঁধো তো।
গিন্নি রান্না করে লোভে পড়ে নিজেই সব গোশত খেয়ে ফেলেন। কর্তাকে তো আর সে কথা বলা যায় না।
গিন্নি রান্না করে লোভে পড়ে নিজেই সব গোশত খেয়ে ফেলেন। কর্তাকে তো আর সে কথা বলা যায় না।
সে বললো বেড়ালে খেয়ে ফেলছে।
এক সের গোশত সব বেড়ালে খেয়ে ফেললো? সবটা। বেড়ালটা কাছেই ছিল।
এক সের গোশত সব বেড়ালে খেয়ে ফেললো? সবটা। বেড়ালটা কাছেই ছিল।
মোল্লা সেটাকে দাঁড়ি পাল্লায় চড়িয়ে দেখলো ওজন ঠিক এক সের।
‘এটাই যদি সেই বেড়াল হয় ‘বলল মোল্লা’ তাহলে মাংস কোথায়?
‘এটাই যদি সেই বেড়াল হয় ‘বলল মোল্লা’ তাহলে মাংস কোথায়?
আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বেড়াল কোথায়’?
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।