বিগিনারদের জন্য সহজ মেকআপ স্টেপস!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু কথা রেখেছি।চলে আজকেও বিউটিব্লগ্স নিয়ে।গত ব্লগে তো কথা বলেছিলাম মেকআপ করবো কি করবো না সেটা নিয়ে।কথা দিয়েছিলাম ফিরবো বিগিনার ফ্রেন্ডলি মেকআপ স্টেপ্স নিয়ে।স্যো ফাইনালি, মোমেন্ট অব ট্রুথ! আজকের সেশনে আপনাদের জন্য থাকবে বিগিনার ফ্রেন্ডলি শর্টকাট একটি ডকুমেন্টেশন।কাজেই,প্রতিবারের মতো স্টে টিউন্ড!🤎

প্রথম স্টেপ- স্কিনকে প্রেপ করা: স্কিন কে ঠিকঠাকভাবে মেকআপ করার জন্য প্রিপিয়ার করে রাখা মেকআপ এর প্রধান ধাপ।রুক্ষ,খসখসা স্কিনে কখনোই মেকআপ বসবেনা এবং লংলাস্টিং হবেনা। কাজেই স্কিন প্রেপ ইজ আ মাস্ট থিংক। নিয়মমতো স্কিনকেয়ার করার পর এবার পালা স্কিনকে খাবার দেওয়া অর্থাৎ ময়েশ্চারাইজার দেওয়া। স্কিন যেমনই হোক,ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলে মেকআপ ফেটে ফেটে আসবে,বসবেনা ঠিকঠাক।যেকোন একি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে স্কিনকে ২/৩মিনিট রেস্ট দিন।এরপর পছন্দমতো সানব্লক অথবা সানস্ক্রিন ব্যবহার করে অন্তত ১০মিনিট অপেক্ষা করুন স্কিনকে খাপ খাওয়ানোর জন্য।

দ্বিতীয় স্টেপ-প্রাইমার অ্যাপ্লাই করা: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপ্স।অনেকেই মনে করেন,”আমি তো নতুন,এখন প্রাইমার না দিলেও চলবে।” এটি অত্যন্ত ভুল একটি ধারণা।প্রাইমার অ্যাপ্লাই না করলে আপনার স্কিনে মেকআপ কখনোই ঠিকভাবে বসবেনা। কাজেই প্রাইমার ইউজ করুন। প্রাইমার অ্যাপ্লাই করার অবশ্যই স্কিন কে ৫মিনিট রেস্ট দিন।সাথে সাথে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে যাবেন না।তাহলে ঝামেলায় পড়বেন। মেকআপ তো বসবেই না উল্টো গুঁড়ি গুঁড়ি হয়ে মেকআপ ভেসে উঠবে।

তৃতীয় স্টেপ-কালার কারেকশন করা: এটা আমরা প্রায়শ ভুলে যাই।আচ্ছা, কালার কারেকশন টার্মটার এক্সাটলি মিনিং কি? এটা হলো আপনার মুখে যদি দাগ থাকে সেটা স্কিনের সাথে নিউট্রাল করিয়ে দেওয়া অর্থাৎ মিশিয়ে দেওয়া। তা না হলে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পর দাগ বিশ্রীভাবে ভেসে থাকবে এবং আনইভেন দেখাবে।

বিগিনার হিসেবে মেকআপ শুরু করার প্রাথমিক স্টেপ হিসেবে এই তিনটি স্টেপ ফলো করুন। খুব তাড়াতাড়ি ফিরবো মেকআপ এর মেইন পার্ট অর্থাৎ বেইজ মেকাপের খুঁটিনাটি নিয়ে।আশা করি বিউটি এন্ড দ্যা বিস্ট এর এই সিরিজটি আপনাদের কাজে আসবে এবং আপনারা এটি পছন্দ করবেন।আপনাদের সুবিধার জন্য তাই ছোট ছোট করেই স্টেপ বাই স্টেপ প্রোপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আমরা।
ফিরে আসছি খুব তাড়াতাড়ি🤎

জুলুম-নির্যাতনের পরিণতি

জুলুম-নির্যাতনের পরিণতি

আমি ছোট, ভালোবাসা ছোট নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *