বাজপাখি ও তার বন্ধুরা–১ম পর্ব

গল্পের শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন।

এক বনের ধারে ছিল একটি দিঘি। সেই দিঘির মাঝামাঝি একটি দ্বীপ ছিল। সেই দ্বীপে একটি বাজপাখি তার পরিবার নিয়ে বাস করত। দ্বীপটির উত্তর প্রান্তে বাস করত একটি সিংহ। পূর্ব প্রান্তে বাস করত একটি মাছরাঙা পাখি। আর দক্ষিণ প্রান্তে বাস করত একটি কচ্ছপ।

একদিন মা বাজপাখিটি বাবা বাজপাখিকে জিজ্ঞেস করল, এই দ্বীপে কি তোমার অনেক বন্ধু আছে?

বাবা পাখি বলল, না, এখানে আমার কোনো বন্ধু নেই।

মা পাখি বলল, তোমার অবশ্যই কিছু বন্ধু থাকা উচিত। কারণ আমরা যে কোনো সময় কোনো বিপদে পড়তে পারি। আর বিপদে তো বন্ধুরাই সাহায্য করে।

বাবা পাখি বলল, কাদের সাথে আমি বন্ধুত্ব করতে পারি?

মা পাখি বলল, মাছরাঙার সাথে বন্ধুত্ব করতে পারো। সিংহের সাথে বন্ধুত্ব করতে পারো। আর পারো কচ্ছপের সাথে। তারা তো এই দ্বীপেই থাকে।

বাবা পাখি তাই করল। সে সবার কাছে গেল এবং বলল, আমরা তো সবাই এই দ্বীপে থাকি। সে হিসাবে আমরা সবাই প্রতিবেশী। তাই আমাদের মাঝে বন্ধুত্ব থাকা উচিত। কারণ আমরা যে কেউ যে কোনো সময় বিপদে পড়তে পারি। আর বিপদেই বন্ধুর প্রয়োজন সবচেয়ে বেশি।

একদিন পাশের বনে একদল শিকারি এলো। তারা সারাদিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না। শিকার করতে এসে খালি হাতে বাড়ি ফিরে যেতে চাইল না তারা। তাই বনের কাছের দ্বীপটিতে গেল, সেখানে কোনো শিকার পাওয়া যায় কি না এই আশায়।

শিকারি দলের একজন বলল, আমরা এই দ্বীপটিতে রাত কাটাব। আর সকালে দেখব এখানে কোনো শিকার পাওয়া যায় কি না।

যেই কথা সেই কাজ। তারা সেখানে তাঁবু গাঁড়ল। বিছানা পাতল। এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ল।

শিকারিদের তাঁবুটি ছিল বাজপাখিরা যে গাছটায় থাকে ঠিক তার নিচেই।

দ্বীপটিতে ছিল প্রচুর মশা আর মাছি। তাদের যন্ত্রণায় শিকারিরা কিছুতেই ঘুমাতে পারছিল না। মশামাছি তাড়ানোর জন্য তারা কিছু ডালপালা যোগাড় করে আগুন জ্বালাল। আগুনের ধোঁয়ায় মশামাছি দূর হলো। কিন্তু সে ধোঁয়া ওপর দিকে উঠে বাচ্চা বাজপাখিদের চোখ জ্বালা করতে লাগল।

একটি ছোট্ট বাজপাখি চোখে ধোঁয়া যেতেই চিৎকার করে কেঁদে উঠল।

পাখিন কান্না শুনে এক শিকারি আরেক শিকারিকে বলল, পাখির কান্না শুনতে পাচ্ছ? নিশ্চয় এই গাছটিতে পাখির বাচ্চা আছে। সকালে আমরা পাখির বাচ্চার রোস্ট দিয়ে নাশতা করব।

মা পাখি বলল, শিকারি দল টের পেয়ে গেছে আমরা এখানে আছি। ওরা আমাদের বাচ্চাদের ধরে নিয়ে রোস্ট বানিয়ে খাবে। তুমি তাড়াতাড়ি তোমার বন্ধুদেরকে জানাও যে আমরা বিপদে পড়েছি। তারা নিশ্চয় আমাদেরকে রক্ষা করবে।

সকাল হতেই বাবা বাজপাখি ছুটল তার মাছরাঙা বন্ধুর কাছে।

মাছরাঙা বলল, কী ব্যাপার বন্ধু? এত সকাল সকাল কী খবর নিয়ে এসেছ?

বাবা পাখি তার বিপদের কথা বলল মাছরাঙার কাছে।

মাছরাঙা বলল, কোনো চিন্তা করো না বন্ধু। তুমি তাড়াতাড়ি বাসায় যাও। সবাইকে নিশ্চিন্তে থাকতে বলো। আমি এখনই আসছি।

 

গল্পের শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!