
একদা, এক বাঘের গলায় হাড় ফুটেছিল। বাঘ অনেক চেষ্টা করেও হাড় বাহির করতে পারল না; যন্ত্রনায় অস্থির হয়ে, চারদিকে দৌড়ে বেড়াতে লাগল। সে যে জন্তুকে সামনে দেখে তাকেই বলে, ভাই হে! যদি তুমি আমার গলা হতে, হাড় বের করে দাও, তবে আমি তোমায় পুরষ্কার দিব এবং চিরদিনের জন্য তোমার কেনা গোলাম হয়ে থাক। কোন জন্তুই রাজী হলো না।
অবশেষে, এক বক, পুরষ্কারের লোভে, রাজী হলো এবং বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে, অনেক যত্নে হাড়টি বের করে আনল। বাঘ সুস্থ হলো। বক পুরস্কারের কথা বলা মাত্র, সে দাঁত কড়মড় ও চোখ লাল করে, বলল, আরো বোকা! তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি।
তোকে যে তখনই আমি খাই নি সেটাই তোর ভাগ্য, আবার পুরষ্কার চাস! যদি বাঁচার সাধ থাকে তবে আমার সামনে থেকে যা, নয়তো তোর ঘাড় এখরই মটকে খাবো। বক শুনে, হতবুদ্ধি হয়ে, তারাতারি সেখান তেকে চলে গেল। উপদেশঃ অসতের সাথে ভালো ব্যবহার করালেও, অসত ভালো হয়ে যায় না।