আবূ যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হে আনাস! লোকেরা নতুন নতুন শহর আবাদ করবে, তার মধ্যে একটি শহরের নাম হবে বসরা। তুমি যদি কখনো ঐ শহরে যাও তবে তার পাথরময় লবনাক্ত জমিন, বাগানসমূহ, হাট বাজার এবং আমীরদের বাড়ীর ফটক হতে দূরে থাকবে। এবং কোন নিরিবিলি স্থানে গিয়ে আত্নরক্ষার চেষ্টা করবে। কেননা, ঐ শহরকে ধসিয়ে দেয়া হবে। ঐ শহরে শিলাবৃষ্টি বর্ষণ, ভূমিকম্প নাজিল করা হবে। এমন কি শহরের লোকদের আকৃতিও বিকৃত করে দেয়া হবে।
উক্ত বর্ণনায় দুটি ভবিষ্যদ্বানীর উল্লেখ করা হয়েছে।
প্রথমতঃ বসরা নামে নতুন শহর আবাদ হবে এবং
দ্বিতীয়তঃ এতে চার প্রকার আজাব নাজিল হবে।
দ্বিতীয় ভবিষ্যদ্বানীটি আল্লাহ পাকের ইচ্ছায় পূর্ণ হবে।
প্রথম ভবিষ্যদ্বানীটি পূর্ণ হবার বিবরণ এরূপঃ
হযরত ওমর (রাঃ) এর শাসনামলে পারস্যের সাথে যুদ্ধাবস্থা চলছিল, বর্তমানে বসরা শহর যেখানে অবস্থিত, তার উপর দিয়েই পারস্যের ভারত যাওয়ার রাস্তা ছিল।
হযরত ওমর (রাঃ) চিন্তা করলেন, পারস্যরা এ পথে ভারত থেকে আমাদের বিরুদ্ধে অস্ত্র আমদানী করতে পারে। সুতরাং তিনি ঐ এলাকায় মুসলিম জনপদ গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করলেন। তার পরিকল্পনা অনুযায়ী উত্তবা বিন গাযওয়ান ১৭ হিজরীতে বসরা শহরের গোড়া পত্তন করেন। (আবূ দাউদ শরীফ)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।