বর্ষ ফল

শ্রী গোপাল উবাচ উদ্ভটচন্দ্র জ্যোতিষ রম্ভা শাস্ত্রীজী সববর্ষের যে বিশুদ্ধ নবগ্রহ সিদ্ধ পজ্ঞিকা প্রকাশ করেছেন, তার গোড়ার পর্বে দেশগত বর্ষফল এই ভাবে গুঞ্জিত

১। দেশের অবস্থা রকম ফেরে মন্দই যাবে না। কেউ খেতে পাবে, কেউ পাবে না, কেউ চাকরিতে বহাল হবে, কেউ আবার বরখাস্তও হতে পারে।

২। গঙ্গার জলে ইলিম কিছু পড়বে। আগের বারের চেয়ে কম হওয়ারই সম্ভাবনা। তবে কিছু বেশি হলেও অবাক হবার কিছু নেই, কারণ কতকগুলি শুভগ্রহেরও যোগাযোগ আছে। (কালির প্রভাবে পুকুরের ইলিশও স্থানবিশেষে বেশ মিলতে পারে।)

৩। বর্তমান গবুচন্দ্রের গৌরী সেন সরকারই টিকে থাকবেন, যদি না অসাধারণ কোন কোপ গ্রহ সন্নিবেশে আচমকা ওলোপ পালোট না হয়ে যায়। আর বর্তমান গুব কানুন বহাল থাকলে হবু চন্দ্রই প্রধান অমাত্য থাকবেন, অবশ্য যদি না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, বা দলের লোক তাকে ঠেঙ্গিয়ে অন্য কোন সরেস হারাচাদ বা পাটোয়ারী লালকে দলপতি বলে মনোনীত না করে।

৪। মাঝে মাঝে যান দুর্ঘটনা হবে, গরুর গাড়ি চাপা বা মানুষ চাপা পড়েও কিছু কিছু লোক মারা যেতে পারে।

বৃষ দোহন কী সোজা

ওজন কমাতে খেতে পারেন এই ৯ ধরনের খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *