বদর-যুদ্ধ শয়তানের অংশ নেওয়া ও পালিয়ে যাওয়া

হযরত ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেছেনঃ বদর যুদ্ধে শয়তান এসেছিল তার এক বাহিনী নিয়ে, ঝাণ্ডা উঁচিয়ে, মুদলিজ গোত্রীয় মানুষের রূপ ধরে সেদিন সে নিজে ছিল সারাক্কাহ বিন মালিক বিন যাঅশামের ছদ্দবেশে। মক্কার কাফির বাহিনীর উদ্দেশে সে বলছিল-আজ মুসলমানের কেউ-ই তোমাদের উপর জয়ী হতে পারবে না। আজ আমি তোমাদের মদদ্গার (সাহায্যকারী)

সেই সময় হযরত জিবরাঈল (আঃ) শয়তানের দিকে ফেরেন। শয়তান যখন তাঁকে দেখতে পায়, তখন তার হাত ছিল এক মুশরিকের হাতে। সঙ্গে সঙ্গে শয়তান নিজের হাত টেনে নিয়ে পিছন ফিরে পালাতে লাগে। তার শয়তানী সেনাবাহিনী পালাতে শুরু করে।

তখন সেই মুশরিক বলে ওহে সারাক্কাহ! তুমি তো আমাদের মদদ্গার (অথচ এখন পাল্লাচ্ছ কোথায়)?

শয়তান পালাতে পালাতে বলে- আমি যা কিছু দেখছি, সেসব তোমরা দেখতে সক্ষম হবে না, অবশ্যই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ্‌ বড়ই কঠিন শাস্তিদানকারী।

হযরত উমরকে প্রচণ্ড ভয় করে শয়তান

হযরত ওমর (রাঃ) এর যুদ্ধ