বকরীর দুধে বরকত

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) শৈশবে উকবা ইবনে মুইতের বকরী চরাতেন। একদিন রাসূলুল্লাহ (সাঃ) এবং আবু বকর (রাঃ) তার নিকট দিয়ে গমনকালে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট দুধ আছে কি? সে আরজ করল, দুধ আছে বটে তবে তা অন্যের। আমার নিকট আমানত রেখেছে। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, আচ্ছা তবে এমন একটি ছাগল আন যাহা গাভীন নয় এবং কখনো দুধ দেয় নি। আব্দুল্লাহ বিন মাসউদ আদেশ পালন করলেন। রাসূলুল্লাহ (সাঃ) স্বীয় মোবারক হস্ত ওটার পালানের উপর বুলিয়ে দিয়ে আল্লাহ্‌ পাকের নিকট দোয়া করলেন। অতঃপর হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) একটি বড় পেয়ালা আনলেন। রাসূলুল্লাহ (সাঃ) ওটাতে দুধ দোহন করে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) কে পান করালেন। অতঃপর তিনি ঐ পালানকে লক্ষ করে বললেন, চুপসে যাও। তৎক্ষণাৎ তা মিশে গেল।

রাসূলুল্লাহ (সাঃ) এ বিস্ময়কর মু’যিযা দেখে ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করেন। এ মু’যিযাটিকেই ইবনে মাসউদের ইসলাম গ্রহনের কারণ হিসাবে বর্ণনা করা হয়। (বায়হাকী)

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

মাতৃভক্তি

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কবি কালিদাস রায় তার ‘মাতৃভক্তি’ কবিতাটি পড়েছো। এ কবিতায়…

বকরীর দুধে বরকত

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) শৈশবে উকবা ইবনে মুইতের বকরী চরাতেন। একদিন রাসূলুল্লাহ (সাঃ) এবং আবু বকর (রাঃ) তার নিকট দিয়ে গমনকালে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট দুধ আছে কি? সে আরজ করল, দুধ আছে বটে তবে তা অন্যের। আমার নিকট আমানত রেখেছে। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, আচ্ছা তবে এমন একটি ছাগল আন যাহা গাভীন নয় এবং কখনো দুধ দেয় নি। আব্দুল্লাহ বিন মাসউদ আদেশ পালন করলেন। রাসূলুল্লাহ (সাঃ) স্বীয় মোবারক হস্ত ওটার পালানের উপর বুলিয়ে দিয়ে আল্লাহ্‌ পাকের নিকট দোয়া করলেন। অতঃপর হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) একটি বড় পেয়ালা আনলেন। রাসূলুল্লাহ (সাঃ) ওটাতে দুধ দোহন করে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) কে পান করালেন। অতঃপর তিনি ঐ পালানকে লক্ষ করে বললেন, চুপসে যাও। তৎক্ষণাৎ তা মিশে গেল।

রাসূলুল্লাহ (সাঃ) এ বিস্ময়কর মু’যিযা দেখে ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করেন। এ মু’যিযাটিকেই ইবনে মাসউদের ইসলাম গ্রহনের কারণ হিসাবে বর্ণনা করা হয়। (বায়হাকী)