আমার চাচি সবেমাত্র একটি নতুন বাড়ি কিনেছে এবং ইতোমধ্যে এটা গোছাতে শুরু করে দিয়েছে। তার স্বামী অর্থাৎ আমার চাচা তাকে তার কাজে সাহায্য করছে। তখন ছিল রাত প্রায় ১১টা যখন তারা ঠিক করল যে আজকের মত সব কাজ করা বন্ধ করে দিবে। তারা তাদের সব কিছু গুছিয়ে সেখান থেকে চলে এল তাদের বাড়ির উদ্দেশ্যে। আমার চাচা ভীষণ ক্লান্ত অনুভব করছিল। তাই সে আমার চাচি কে বলল গাড়ি ড্রাইভ করতে। মাঝ রাস্তায় আসা মাত্রই আমার চাচির হঠাৎ মনে পরে গেল যে তারা বাড়ির দরজা বন্ধ করে আসেনি। তারা গাড়ি ঘুড়িয়ে আবার সেই বাড়ির দিকে ব্যাক করল। তারা ঘরের ভেতর ঢুকল আর সব কিছু চেক করে দরজা বন্ধ করে আবার সেখান থেকে চলে এল।
আমার চাচি তখন গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ করেই সে লক্ষ করল কেউ একজন রাস্তার ঠিক মাঝখানে আরেকটি গাড়ি দাড় করিয়ে রেখেছে। আমার চাচি বার বার হর্ন বাজাতে লাগলো, কিন্তু সেই লোকটি কিছুতেই সেখান থেকে সরছে না। হঠাৎ আমার চাচা ভীষণ দুর্বল অনুভব করতে লাগলো। তার শরীর গরমে পুরে যাচ্ছিল আর সে সীটে বসে প্রচণ্ড ভাবে তার শরীর নড়াচড়া করছিল। আমার চাচি ভীষণ চিন্তার মদ্ধে পরে গেল। একদিকে তার স্বামী ভীষণ অসুস্থ বোধ করছে আর অন্যদিকে সামনে লোকটি তার গাড়ি সরাচ্ছে না। সে পুনরায় হর্ন বাজাতে শুরু করল যখন তার চোখে কিছু একটা ধরা পরল। সে পাশে তাকাল এবং সাদা পোশাক পরা একজন মহিলাকে দেখতে পেল। মহিলাটি দেখতে অনেকটা সাদা ধবধবে আর তার চুলগুলো ছিল একেবারে পিচ্ছিল ও ধূসর রঙের। আমার চাচি মহিলাটিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সামনের লোকটি সামনে থেকে তার গাড়ি সরিয়ে নিল এবং আমার চাচি গাড়ি নিয়ে সামনে এগিয়ে গেলেন। ইতোমধ্যে আমার চাচা তার শরীর নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আমার চাচি লুকিং গ্লাস এর দিকে তাকাল, কিন্তু দেখল মহিলাটি চলে গেছে। সে পেছনে ঘুরে তাকাল, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পেল না। সে তার স্বামীকে জিজ্ঞেস করল, যে সে মহিলাটিকে দেখেছে কি না? সে বলল না, সে কাউকেই দেখে নি। হঠাৎ সে বলল যে সে ঠাণ্ডা অনুভব করছে (যখন তারা সেই গাছগুলো পাস করে এসেছে)।
আমার চাচি আর পেছনে না তাকিয়ে তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় চলে এল। এরপর তারা আর কখনও রাত ১০টার পর সেখানে যায়নি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।